ঢাকা, রবিবার, ৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২

আন্দোলনরত প্রাথমিক শিক্ষকদের সঙ্গে বৈঠকে বসছে সরকার

২০২৫ নভেম্বর ০৯ ১৯:২০:০১

আন্দোলনরত প্রাথমিক শিক্ষকদের সঙ্গে বৈঠকে বসছে সরকার

নিজস্ব প্রতিবেদক: দশম গ্রেড ও শতভাগ পদোন্নতির দাবিতে রাজধানীর শহীদ মিনারে আন্দোলনরত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নেতাদের সঙ্গে আলোচনায় বসছে সরকার। আজ রোববার সন্ধ্যায় সচিবালয়ে অর্থ মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠকে অংশ নেবেন বলে জানিয়েছেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ।

এর আগে বিকেলে কালো কাপড় বেঁধে পুলিশি হামলার প্রতিবাদে অবস্থান নেন শিক্ষকরা। তারা জানান, শহীদ মিনারে তাদের অবস্থান কর্মসূচি এবং বিদ্যালয়ে কর্মবিরতি চলবে সরকারের স্পষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত।

শিক্ষক নেতা শামছুদ্দীন মাসুদ বলেন, “আজ ১১টি শিক্ষক সংগঠন আমাদের আন্দোলনে সংহতি জানিয়েছে। আমরা তাদের সবার সঙ্গে আলোচনা করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।”

বিকেল পৌনে ৪টার দিকে ‘কাফনের কাপড়’ হাতে শপথ নেন আন্দোলনরত শিক্ষকরা। তারা ঘোষণা দেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত কেউ কর্মসূচি থেকে সরে যাবেন না।

শিক্ষক নেতা আনিসুর রহমান আনিস বলেন, “একই শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও আমরা ১৩তম গ্রেডে বেতন পাচ্ছি, অন্য প্রতিষ্ঠানে যারা একই যোগ্যতায় চাকরি করেন তারা পাচ্ছেন ১০ম গ্রেড। বিশ্ববিদ্যালয় গ্র্যাজুয়েট হয়েও আমাদের দিনমজুরের অর্ধেক বেতনে জীবনযাপন করতে হয়।”

তিনি আরও বলেন, “যখনই বেতন-ভাতা বৃদ্ধির কথা তোলা হয়, তখন কোষাগারের অজুহাত দেওয়া হয়। অথচ দেশে কোটি কোটি টাকার দুর্নীতি হচ্ছে। গতকাল শাহবাগে আমাদের ওপর যে হামলা হয়েছে, তা রাষ্ট্রের কাছে আমাদের ন্যায্য দাবি উপেক্ষারই প্রতিফলন।”

বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা জাতীয় বেতন স্কেলের ১৩তম গ্রেডে বেতন পান। তাদের মূল দাবি দশম গ্রেডে উন্নীতকরণ, শতভাগ বিভাগীয় পদোন্নতি, এবং চাকরির ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রদান। আন্দোলনকারীরা জানিয়েছেন, এসব দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত