ঢাকা, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২

“জামায়াতের সঙ্গে আলোচনায় বসতে রাজি না বিএনপি”

২০২৫ নভেম্বর ০৮ ১৩:৩৮:১৭

“জামায়াতের সঙ্গে আলোচনায় বসতে রাজি না বিএনপি”

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নির্বাচনের আগেই গণভোট আয়োজনের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে এই প্রস্তাবের বিপক্ষে অবস্থান নিয়েছে বিএনপি। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এএইচএম হামিদুর রহমান আজাদ জানিয়েছেন, জামায়াত গণভোট ইস্যুতে বিএনপির সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী, কিন্তু বিএনপি সে প্রস্তাবে সাড়া দেয়নি।

শনিবার দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক ডায়লগে অংশ নিয়ে এএইচএম হামিদুর রহমান আজাদ বলেন, “আমরা বিএনপি মহাসচিবের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছিলাম, কিন্তু তারা জানিয়েছে জামায়াতের সঙ্গে আলোচনায় বসবে না। তবুও আমরা সবসময় আলোচনায় বসতে প্রস্তুত আছি এবং প্রয়োজনে অন্য রাজনৈতিক দলগুলোকেও এতে সম্পৃক্ত করতে চাই।”

তিনি আরও বলেন, “জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে, কিন্তু কীভাবে তা বাস্তবায়িত হবে সে বিষয়টি স্পষ্ট নয়। জাতীয় ঐকমত্য কমিশন যখন সরকারের কাছে সুপারিশ পাঠায়, তখনই মতবিরোধ সৃষ্টি হয়।”

গণতন্ত্রে আলোচনা এবং রাজপথে মত প্রকাশ দুটোই স্বাভাবিক উল্লেখ করে আজাদ বলেন, “আমরা কোনো সহিংসতা করছি না, কেবল গণতান্ত্রিক পথে আমাদের অবস্থান জানাচ্ছি।”

জাতীয় নির্বাচনের দিন গণভোট আয়োজনের বিরোধিতা করে জামায়াতের এই নেতা বলেন, “জাতীয় নির্বাচনের সময় মানুষের ফোকাস থাকে দল ও প্রার্থীকে ঘিরে। আমাদের দেশে ভোটকেন্দ্র দখলের প্রবণতা আছে। দুটি ভোট একসাথে নিতে গেলে সময় ব্যবস্থাপনায় সমস্যা হবে, ভোট কাস্টিংও কমে যাবে। পরে আবার বলা হবে, জনগণ জুলাই চার্টারের পক্ষে রায় দেয়নি।”

শেষে তিনি বলেন, “দেশে এখনো ফ্যাসিবাদী আমলের প্রশাসন কার্যকর রয়েছে, জনগণের আস্থা ফিরে আসেনি। আগে গণভোট অনুষ্ঠিত হলে সেই আস্থা ফিরে আসবে, এতে জাতীয় নির্বাচন আরও সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে।”

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত