ঢাকা, রবিবার, ৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২
“ইউরোপের একটিমাত্র দেশ রাশিয়ার তেল কিনতে পারবে”
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার হোয়াইট হাউস থেকে ঘোষণা করেছেন, রাশিয়ার তেল কেনার ক্ষেত্রে ইউরোপের একমাত্র দেশ হাঙ্গেরিকে ছাড় দেওয়া হবে। অন্য যে কোনও দেশ রাশিয়ার তেল কিনলে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। ট্রাম্প নিজেই ব্যাখ্যা দিয়েছেন, কেন এই ব্যতিক্রম অনুমোদন দেওয়া হলো।
প্রায় চার বছর ধরে পূর্ব ইউরোপে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ চলছে। ট্রাম্প এ যুদ্ধ থামানোর জন্য একাধিকবার প্রচেষ্টা চালিয়েছেন, তবে সাফল্য অর্জন করতে পারেননি। মার্কিন যুক্তরাষ্ট্রের যুক্তি হলো, রাশিয়া তেলের ব্যবসা চালিয়ে যুদ্ধের জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করছে। তাই রাশিয়ার তেলের ব্যবসা বন্ধ করলে পুতিনকে যুদ্ধ বন্ধ করতে বাধ্য করা সম্ভব হবে।
একই যুক্তিতে, ভারতকেও রাশিয়ার তেল কেনার কারণে চড়া শুল্ক আরোপ করেছে আমেরিকা। ভারতের উপর ৫০ শতাংশ কর বসানো হয়েছে। ইউরোপের দেশগুলোর ওপরও ট্রাম্প ক্ষুব্ধ ছিলেন, কারণ মহাদেশের বহু দেশ এখনও রাশিয়ার কাছ থেকে তেল কিনছে।
হাঙ্গেরিকে ব্যতিক্রম হিসেবে রাখার কারণেও তিনি ব্যাখ্যা দিয়েছেন। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান হোয়াইট হাউসে এসে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পর ট্রাম্প বলেন, “রাশিয়া ছাড়া অন্য কোনো দেশ থেকে তেল বা গ্যাস কেনা হাঙ্গেরির পক্ষে অত্যন্ত কঠিন। তাই বিধিনিষেধের ক্ষেত্রে ওদের ছাড় দেওয়া হবে।”
বাস্তবে, হাঙ্গেরি ইউরোপের মধ্যভাগে অবস্থান করছে এবং চারপাশে রয়েছে অন্যান্য দেশ। সমুদ্রসংলগ্ন কোনো বিকল্প নেই। অস্ট্রিয়া, স্লোভাকিয়া, ইউক্রেন, রোমানিয়া, স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া ও সার্বিয়া দ্বারা ঘেরা এই দেশের একমাত্র খনিজ তেলের ভরসা রাশিয়াই।
প্রধানমন্ত্রী অরবান এই যুক্তিতেই ট্রাম্পের অনুমোদন পেয়েছেন। একই সঙ্গে হাঙ্গেরি মস্কোর সঙ্গে সম্পর্ক বজায় রাখতে পারছে। আগামী নির্বাচনের প্রেক্ষিতে অরবান ভোটারদের সস্তায় রাশিয়ার তেলের প্রতিশ্রুতি দিয়ে রাজনৈতিক কৌশলও চালাচ্ছেন।
গত মাসে আমেরিকা রাশিয়ার দুই বৃহৎ খনিজ তেল সংস্থাকে ব্ল্যাকলিস্ট করেছে। যেকোনো দেশ যদি ওই সংস্থার তেল কিনে, তাদের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ হবে। একমাত্র হাঙ্গেরি এই নিষেধাজ্ঞায় ছাড় পেয়েছে। অরবানের সঙ্গে বৈঠকে ট্রাম্প ইউক্রেনের যুদ্ধ নিয়েও আলোচনা করেছেন এবং বলেছেন, “পুতিনকে ভালো বোঝেন অরবান, এবং তিনিও মনে করছেন যুদ্ধ শীঘ্রই শেষ হবে।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
- নতুন মার্জিন নীতিতে কারা সুবিধা পাবেন, কারা হারাবেন?
- শেয়ারবাজারই হতে পারে ওষুধ শিল্পের নতুন প্রাণশক্তি: ডিএসই চেয়ারম্যান
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- ভারত বনাম অস্ট্রেলিয়া: কবে, কখন, কোথায়-যেভবে দেখবেন সরাসরি(LIVE)
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- নিয়ন্ত্রক সংস্থার টানাপোড়েনে বিপর্যস্ত ব্যাংক ও শেয়ারবাজার
- বিএনপি মনোনীত প্রার্থীদের ৬ কোম্পানির শেয়ারে ঝলক
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা
- ‘নো ডিভিডেন্ড’- এর বদনাম ঘুচাল বস্ত্র খাতের তিন কোম্পানি
- পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা কী পাবেন? জানালেন গভর্নর
- সাপোর্টের রেকর্ড মুনাফা, ১৫ বছরে সর্বোচ্চ ডিভিডেন্ড
- হরলিকসের জোয়ারে ইউনিলিভারের মুনাফায় দুর্দান্ত প্রত্যাবর্তন
- ব্রাজিল বনাম হন্ডুরাস: ৭ গোলে শেষ হলো ম্যাচ, জানুন ফলাফল