ঢাকা, রবিবার, ৯ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২

গাজায় শিগগিরই আন্তর্জাতিক বাহিনী পাঠাবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

২০২৫ নভেম্বর ০৭ ২২:১৫:১৮

গাজায় শিগগিরই আন্তর্জাতিক বাহিনী পাঠাবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে, যুক্তরাষ্ট্রের সমন্বয়ে গঠিত আন্তর্জাতিক বাহিনী শিগগিরই গাজায় প্রবেশ করবে। গত মাসে দখলদার ইসরায়েল ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধবিরতির সময় গাজায় একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী পাঠানোর ব্যাপারে চুক্তি হয়েছিল।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) ট্রাম্প এ ব্যাপারে বলেন, "খুব শিগগিরই গাজায় আন্তর্জাতিক বাহিনী পাঠানো হবে।" তিনি আরও হুঁশিয়ারি দেন যে, হামাস যদি এ নিয়ে কোনো ঝামেলা করে, তাহলে 'খুব শক্তিশালী দেশের একটি জোট' হস্তক্ষেপ করবে। যদিও এখন পর্যন্ত হামাসকে নিরস্ত্র করতে কোনো দেশকে শক্তি প্রয়োগ করতে দেখা যায়নি।

ট্রাম্পের এই ঘোষণার সময় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গাজায় দুই বছরের জন্য একটি অন্তর্বর্তী সরকার এবং স্থিতিশীল বাহিনী গঠনের জন্য আলোচনা শুরু করতে যাচ্ছে।

জাতিসংঘের সাধারণ পরিষদে সব মিলিয়ে ২০ হাজার সেনা পাঠানো হবে, যারা তাদের নির্দিষ্ট ম্যান্ডেট নিশ্চিতে সবকিছু করতে পারবে।

হামাস এখনো পরিষ্কার করেনি যে তারা নিরস্ত্র হবে কি না। তবে সশস্ত্র গোষ্ঠীটি জানিয়েছে, রকেটের মতো আক্রমণাত্মক অস্ত্র সমর্পণ করতে তারা রাজি। কিন্তু যতদিন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠিত না হবে এবং ইসরায়েলের দখলদারিত্ব চলবে, ততদিন তারা রাইফেলের মতো রক্ষণাত্মক অস্ত্র সমর্পণ করবে না।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত