ঢাকা, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২
ফেব্রুয়ারিতেই ভোট হতে হবে : মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক :অন্তর্বর্তী সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। তিনি স্পষ্ট করে বলেন, নির্বাচন ও গণভোট একই দিনে এবং ২০২৬ সালের ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হতে হবে। এর ব্যত্যয় হলে দেশের মানুষ তা মেনে নেবে না।
শুক্রবার (৭ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত র্যালিপূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে “আধুনিক গণতান্ত্রিক আন্দোলনের নেতা” হিসেবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, “সংস্কারের জন্য তিনি ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন। সেই সংস্কারের কাজ অন্তর্বর্তী সরকার শুরু করলে আমরা পূর্ণ সমর্থন জানিয়েছি। প্রায় এক বছর ধরে সব রাজনৈতিক দল মিলে এই সনদ তৈরির কাজ করেছে। ১৭ অক্টোবর সব দলের ঐকমত্যের ভিত্তিতেই আমরা তাতে স্বাক্ষর করেছি।”
তিনি বলেন, “আমরা যেসব বিষয়ে দ্বিমত পোষণ করেছি, সেগুলো আনুষ্ঠানিকভাবে জানিয়েছি। কিন্তু হঠাৎ উপদেষ্টা কাউন্সিলের একজন সদস্য প্রেস কনফারেন্স করে বললেন, রাজনৈতিক দলগুলোকে সাত দিন সময় দেওয়া হবে নিজেদের সিদ্ধান্ত নেওয়ার জন্য। এতে প্রশ্ন ওঠে— এতদিন ধরে ঐকমত্য তৈরির জন্য যে কমিশন কাজ করেছে, তাতে আমাদের প্রতিনিধিরাও ছিল, তাহলে সেই প্রক্রিয়ার মূল্য কোথায় গেল? এত সময় ও অর্থ ব্যয় করে যে প্রস্তাবগুলো তৈরি হলো, সেগুলো এখন অচল হয়ে যাচ্ছে।”
মির্জা ফখরুল অভিযোগ করেন, “একটি রাজনৈতিক দল জোট গড়ে নানা কৌশলে চাপ সৃষ্টি করছে। তারা বলছে, নির্বাচনের আগে গণভোট করতে হবে। কিন্তু আমরা পরিষ্কারভাবে বলেছি, গণভোট ও নির্বাচন একই দিনে হতে হবে। কারণ, আলাদা দুই দিনে ভোট করলে ব্যয় বাড়বে, আর মূল নির্বাচনের গুরুত্বও হ্রাস পাবে।”
তিনি বলেন, “দুর্ভাগ্যজনকভাবে যেই অন্তর্বর্তী সরকারকে আমরা শুরু থেকেই সমর্থন দিয়েছি, তারাই এখন এমন উদ্যোগ নিচ্ছে, যা নির্বাচনের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে।”
বিএনপির মহাসচিব আরও বলেন, “আমরা এই নির্বাচনে অংশ নেব এবং ইনশাআল্লাহ বিজয়ী হয়ে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলব।”
যুবকদের উদ্দেশে তিনি আহ্বান জানান, “আপনারা যে ত্যাগ স্বীকার করেছেন, হাজারো নেতাকর্মী শহীদ হয়েছেন— তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের বিজয় নিশ্চিত করতে এগিয়ে আসুন।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
- শেয়ারবাজারই হতে পারে ওষুধ শিল্পের নতুন প্রাণশক্তি: ডিএসই চেয়ারম্যান
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ফার্মা খাতের ১৮ কোম্পানি, দেখুন এক নজরে
- ব্রাজিল বনাম সেনেগাল: কবে, কখন-যেভাবে দেখবেন খেলাটি
- নিয়ন্ত্রক সংস্থার টানাপোড়েনে বিপর্যস্ত ব্যাংক ও শেয়ারবাজার
- ডিভিডেন্ড ঘোষণা করেছে বস্ত্র খাতের ২১ কোম্পানি, দেখুন এক নজরে
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- বিএনপি মনোনীত প্রার্থীদের ৬ কোম্পানির শেয়ারে ঝলক
- আর্জেন্টিনা বনাম অ্যাঙ্গোলা: রেকর্ড পরিমাণ অর্থ পাবে মেসিরা
- পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা কী পাবেন? জানালেন গভর্নর
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা
- ‘নো ডিভিডেন্ড’- এর বদনাম ঘুচাল বস্ত্র খাতের তিন কোম্পানি