ঢাকা, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২

বর্ষসেরা ফুটবলার: ফিফা দ্য বেস্ট হওয়ার দৌড়ে এগিয়ে আছেন যারা, লড়বেন ১১ তারকা

২০২৫ নভেম্বর ০৭ ১৬:৪১:০৯

বর্ষসেরা ফুটবলার: ফিফা দ্য বেস্ট হওয়ার দৌড়ে এগিয়ে আছেন যারা, লড়বেন ১১ তারকা

সরকার ফারাবী: বিশ্ব ফুটবলের ব্যক্তিগত অর্জনের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কারগুলোর একটি ‘ফিফা দ্য বেস্ট’ (The Best FIFA Football Awards)–এর মনোনয়ন তালিকা প্রকাশ করেছে ফিফা।

পুরুষ ও নারী দুই বিভাগেই খেলোয়াড়, কোচ এবং গোলরক্ষকসহ বিভিন্ন ক্যাটাগরিতে মনোনীতদের নাম ঘোষণা করা হয়েছে। এবারের তালিকায় রয়েছে একাধিক প্রত্যাশিত তারকা, পাশাপাশি কিছু চমকও।

পুরুষ বর্ষসেরা খেলোয়াড়ের মনোনয়ন

১১ জন ফুটবলার লড়বেন বছরের সবচেয়ে কাঙ্ক্ষিত ব্যক্তিগত পুরস্কারের জন্য। এই তালিকায় আছেন:আশরাফ হাকিমি, হ্যারি কেইন, কিলিয়ান এমবাপে, নুনো মেন্দেস, কোল পালমার, পেদ্রি, রাফিনিয়া, মোহামেদ সালাহ, ভিতিনহা, উসমান দেম্বেলে এবং লামিনে ইয়ামাল।

সবচেয়ে বড় চমক হলো লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো কেউই এবার পুরুষ বর্ষসেরা খেলোয়াড়ের তালিকায় স্থান পাননি। তবে তারা দুজনই পুরুষদের বর্ষসেরা একাদশে (FIFA FIFPro Men’s XI) জায়গা করে নিয়েছেন।

নারী বর্ষসেরা খেলোয়াড়ের মনোনয়ন

নারী ফুটবলে ১৭ জন খেলোয়াড় লড়বেন বছরের সেরা হওয়ার জন্য। মনোনীতরা হলেন:

স্যান্ডি বাল্টিমোর, নাথালি বর্ন, আইতানা বোনমাতি, লুসি ব্রোঞ্জ, মারিওনা কালদেন্তি, টেমওয়া চাওয়িঙ্গা, কাদিদিয়াতু দিয়ানি, মেলসি দুমরনে, পাত্রি গুইজারো, লিন্ডসে হিপস, লরেন জেমস, ক্লো কেলি, ইওয়া পাজর, ক্লদিও পিনা, অ্যালেক্সিয়া পুতেয়াস, অ্যালেসিয়া রুসো ও লিয়াহ উইলিয়ামসন।

বর্ষসেরা কোচের মনোনয়ন

পুরুষ কোচ বিভাগ

হাভিয়ের আগুইরে, মিকেল আর্তেতা, লুইস এনরিকে, হ্যান্সি ফ্লিক, এনজো মারেসকা, রবার্তো মার্টিনেজ এবং আর্নে স্লট এই সাতজন এবার প্রতিদ্বন্দ্বিতা করবেন বর্ষসেরা কোচের পুরস্কারের জন্য।

নারী কোচ বিভাগ

সোনিয়া বম্পাস্টর, জোনাতান গিরালদেজ, সেব হাইনস, রেনে স্লেগারস এবং সারিনা ওয়েগম্যান রয়েছেন নারী কোচদের তালিকায়।

বর্ষসেরা গোলরক্ষক

পুরুষ বিভাগ

অ্যালিসন বেকার, থিবো কোর্তোয়া, জিয়ানলুইজি দোন্নারুমা, এমিলিয়ানো মার্টিনেজ, ম্যানুয়েল নয়্যার, ডেভিড রায়া, ইয়ান সোমার এবং ভয়চেক সিজনি এই আটজন গোলরক্ষক লড়বেন বছরের সেরা হওয়ার জন্য।

নারী বিভাগ

অ্যান-কাটরিন বার্গার, কাটা কোল, ক্রিস্টিয়ান এন্ডলার, হান্নাহ হ্যাম্পটন, আনা মুরহাউস, চিয়ামাকা এননাদোজি এবং ফ্যালন তুলিস-জয়সি রয়েছেন নারী গোলরক্ষকদের মনোনয়নে।

মেসি–রোনালদো ছাড়াও তারকাদের ভরপুর তালিকা

যদিও ফুটবল ইতিহাসের দুই মহাতারকা মেসি ও রোনালদো মূল পুরস্কারের দৌড়ে নেই, তবু এবারের তালিকা আলোচনায় ভরপুর। ইউরোপ ও বিশ্বকাপ পরবর্তী মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্স করা তরুণ তারকারা এবার মূল আলোচনার কেন্দ্রবিন্দুতে।

ট্যাগ: ফুটবল মেসি খেলাধুলা লামিনে ইয়ামাল মনোনয়ন রোনালদো ক্রিশ্চিয়ানো রোনালদো লিওনেল মেসি কিলিয়ান এমবাপে cristiano ronaldo lionel messi উসমান দেম্বেলে আইতানা বোনমাতি নারী ফুটবল রাফিনিয়া হ্যারি কেইন Lamine Yamal Harry Kane ফুটবল খবর Mikel Arteta Mohamed Salah Kylian Mbappé এমিলিয়ানো মার্টিনেজ বর্ষসেরা ফুটবলার ফিফা দ্য বেস্ট ফিফা বর্ষসেরা খেলোয়াড় ফিফা মনোনয়ন আশরাফ হাকিমি মোহামেদ সালাহ দ্য বেস্ট পুরস্কার ফিফা বর্ষসেরা কোচ বর্ষসেরা গোলরক্ষক মিকেল আর্তেতা লুইস এনরিকে থিবো কোর্তোয়া নারী বর্ষসেরা ফুটবলার অ্যালেক্সিয়া পুতেয়াস লুসি ব্রোঞ্জ সারিনা ওয়েগম্যান ফিফা ফিফপ্রো একাদশ ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ড ফিফা খবর FIFA The Best The Best FIFA Football Awards FIFA Awards 2025 Best FIFA Player Ashraf Hakimi FIFA The Best nominees FIFA Best Men’s Player FIFA Best Women’s Player FIFA Best Coach FIFA Best Goalkeeper Luis Enrique Emiliano Martinez Thibaut Courtois Alexia Putellas Aitana Bonmati Sarina Wiegman FIFA FIFPro XI FIFA news গোলরক্ষক বর্ষসেরা কোচ Best Footballer Usman Dembele Women Football Best Coach Goalkeeper আলিসন বেকার ফিফা দ্য বেস্ট মনোনয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত