ঢাকা, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২

ফিফা দ্য বেস্ট ২০২৫: অংশ নিতে পারবে সাধারণ মানুষও

২০২৫ নভেম্বর ০৭ ১২:৪১:২২

ফিফা দ্য বেস্ট ২০২৫: অংশ নিতে পারবে সাধারণ মানুষও

স্পোর্টস ডেস্ক: ফুটবলপ্রেমীদের জন্য সুখবর! ব্যালন ডি’অর-এর পাশাপাশি ফিফা এবারও বেছে নেবে বিশ্বের সেরা ফুটবলারকে। তবে দুই পুরস্কারের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হলো, ফিফা ‘দ্য বেস্ট’ পুরস্কারে সাধারণ মানুষও সরাসরি ভোট দিতে পারবেন। এবারও সেই সুযোগ সক্রিয় রয়েছে।

ফিফা জানিয়েছে, প্রাথমিক পর্যায়ে শুধু সাধারণ সমর্থকরা ভোট দিতে পারবেন। ভোট দেওয়ার সময়সীমা ২৮ নভেম্বর পর্যন্ত। ভোট দিতে চাইলে প্রথমে ফিফার অফিসিয়াল ওয়েবসাইটে লগইন করতে হবে। এরপর ফুটবলারদের তালিকা থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সেরা খেলোয়াড় বাছাই করে সাবমিট বাটনে ক্লিক করলেই ভোটিং সম্পন্ন হবে। পরবর্তী ধাপে জাতীয় দলের কোচ, অধিনায়ক এবং নির্বাচিত সাংবাদিকরা তাদের ভোট দেবেন।

উল্লেখ্য, গত বছরের সেরা ফুটবলার ছিলেন রিয়াল মাদ্রিদের ভিনি জুনিয়র। তবে এবারের প্রার্থীদের তালিকায় তার নাম নেই। বর্ষসেরা ফুটবলারকে জানুয়ারিতে ঘোষণা করা হবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

খেলাধুলা এর অন্যান্য সংবাদ