ঢাকা, বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২
বিএনপির কাছে যত আসন চায় এনসিপি, ভাগ চায় মন্ত্রিসভায়ও
সরকার ফারাবী: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩০০ আসনেই এককভাবে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে, দলের পক্ষ থেকে একক অংশগ্রহণের ঘোষণা দেওয়া হলেও, বিএনপির সঙ্গে আসন সমঝোতা নিয়ে অনানুষ্ঠানিক যোগাযোগ চলছে বলে দেশের একটি গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।
প্রতিবেদনে উভয় দলের একাধিক সূত্রের বরাত দিয়ে বলা হয়, এনসিপি বিএনপির সঙ্গে প্রাথমিক পর্যায়ে আলোচনায় বসেছে। দলটি মোট ২০টি আসন সমঝোতা করতে চায়, যার মধ্যে ঢাকা শহরের চারটি আসনও রয়েছে। সমঝোতা হলে সংশ্লিষ্ট আসনগুলোতে বিএনপি নিজেদের প্রার্থী প্রত্যাহার করতে পারে।
এছাড়া, বিএনপি ক্ষমতায় গেলে মন্ত্রিসভায় অংশগ্রহণের সুযোগ চায় এনসিপি। বিএনপির ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, শুধু আসন ভাগাভাগি নয় এনসিপির নেতারা নিজেদের রাজনৈতিক নিরাপত্তা নিয়েও নিশ্চয়তা চান। আলোচনায় তারা তিনজন মন্ত্রী করার প্রস্তাবও দিয়েছেন।
তবে বিএনপি এখনও কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানায়নি। দলটির পক্ষ থেকে শুধু বলা হয়েছে, তারা চায় না এনসিপি জামায়াতের সঙ্গে কোনো জোটে যুক্ত হোক।
অন্যদিকে, এনসিপি-সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, জামায়াতও এনসিপির সঙ্গে সমঝোতায় আগ্রহী, এমনকি বিএনপির চেয়েও বেশি ছাড় দিতে ইচ্ছুক। কিন্তু এনসিপির নীতিনির্ধারণী পর্যায়ের অনেকে মনে করেন, নতুন এই দলটি ‘ডানপন্থী’ তকমা এড়াতে চায়, বরং নিজেদের ‘মধ্যপন্থী’ রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়।
দলের যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন বলেন, এই মুহূর্তে এনসিপি কোনো নির্বাচনী জোট নিয়ে ভাবছে না। বিভিন্ন দলের সঙ্গে আমাদের অনানুষ্ঠানিক যোগাযোগ চলছে, তবে তা সাংগঠনিক পর্যবেক্ষণের অংশ।
তিনি আরও যোগ করেন, আমরা আপাতত এককভাবেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। পরিস্থিতি ও নির্বাচনের তফসিল ঘোষণার সময় বিবেচনা করে জোট বা সমঝোতার সিদ্ধান্ত নেওয়া হবে।
অন্যদিকে, ২ নভেম্বর এক সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আমাদের মৌলিক দাবিগুলোর সঙ্গে যেসব দল একমত বা কাছাকাছি অবস্থানে আছে, তাদের সঙ্গে ঐক্য বা সমঝোতার সম্ভাবনা বিবেচনা করা হবে।
আজ বুধবার নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ গাজী সালাউদ্দিনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে নাহিদ ইসলাম বলেন, আমরা ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যেসব আসন থেকে প্রার্থী হবেন, সেখানে হয়তো আমরা প্রার্থী না-ও দিতে পারি।
তিনি আরও বলেন, আমাদের সংস্কার আর জুলাই সনদের দাবির সঙ্গে কোনো দল সংহতি প্রকাশ করলে, জোটের বিষয়টি আমরা ইতিবাচকভাবে বিবেচনা করব।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- ‘নো ডিভিডেন্ড’ ঘোষণার পর শেয়ার দামে রেকর্ড দৌড়
- ইপিএস প্রকাশ করেছে বিএটিবিসি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে একমি পেস্টিসাইডস