ঢাকা, বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২
সংস্কারের রাজনীতির লক্ষ্যে জোটে যাচ্ছে এনসিপি
নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দেশের সার্বিক সংস্কার ও নাগরিক অধিকার বাস্তবায়নে আন্তরিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে আগামী নির্বাচনে জোট গঠনের প্রস্তুতি নিচ্ছে। এই লক্ষ্যেই তারা বিএনপির সঙ্গেও আলোচনা চালিয়ে যাচ্ছে।
এনসিপির একাধিক নেতা জানিয়েছেন, দলটি চিরায়ত বিরোধ ও প্রতিহিংসার রাজনীতিকে নয়, বরং জনগণের প্রত্যাশিত সংস্কার বাস্তবায়নকে অগ্রাধিকার দিতে চায়। যে দলগুলো এই লক্ষ্যে কাজ করতে প্রস্তুত, তাদের সঙ্গে তারা হাত মেলাতে আগ্রহী। আগামী জাতীয় নির্বাচনে এনসিপির জোটগতভাবে অংশ নেওয়ার বিষয়ে আলোচনা চলছে, বিশেষ করে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের মাধ্যমে সংস্কারে আগ্রহী দলগুলোর সঙ্গে জোট গঠনের পরিকল্পনা তাদের।
দলীয় সূত্র অনুযায়ী, এনসিপি এরই মধ্যে কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা শুরু করেছে। আগামী ৭ নভেম্বর দলের সাধারণ সভায় নির্বাচনী মনোনয়ন এবং জোট গঠনের বিষয়ে সিদ্ধান্ত নিয়ে আলোচনা হবে। আলোচনা সফল হলে আগামী সপ্তাহেই আনুষ্ঠানিকভাবে জোটের ঘোষণা আসতে পারে, যদিও কোন কোন দলের সঙ্গে জোট হবে তা এখনো স্পষ্ট নয়।
এদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির জোটের সম্ভাবনা ফিকে হয়ে গেছে। জামায়াত ইসলামি দলগুলোর সঙ্গে জোট গঠনের পরিকল্পনা করছে, অন্যদিকে জামায়াত নিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের ফেসবুক পোস্টের পর দুই দলের রাজনৈতিক দূরত্ব বেড়ে যাওয়ায় জোট গঠনের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।
তবে বিএনপির সঙ্গে জোট গঠনের আলোচনা চলছে এনসিপির। এক্ষেত্রে একটি বিড়ম্বনা দেখা দিয়েছে বিএনপির সোমবার (৩ নভেম্বর) ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণার পর। কারণ, বিএনপি এমন কিছু আসনে প্রার্থী দিয়েছে যেখানে এনসিপির শীর্ষ নেতারা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। যেমন: ঢাকা-১১ আসনে নাহিদ ইসলাম (এনসিপির আহ্বায়ক), রংপুর-৪ আসনে আখতার হোসেন (এনসিপির সদস্যসচিব), পঞ্চগড়-১ আসনে সারজিস আলম (এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক), কুমিল্লা-৪ আসনে হাসনাত আব্দুল্লাহ (এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক), চাঁদপুর-৫ আসনে নাসীরুদ্দীন পাটওয়ারী (এনসিপির মুখ্য সমন্বয়ক) এবং নোয়াখালী-৬ আসনে আব্দুল হান্নান মাসউদ। এসব আসনে বিএনপিও তাদের প্রার্থী ঘোষণা করেছে।
এখন প্রশ্ন দেখা দিয়েছে, বিএনপির সঙ্গে এনসিপির জোট হলে বিএনপি কি এসব আসন ছেড়ে দেবে? ভবিষ্যতের রাজনৈতিক সমীকরণই হয়তো এই প্রশ্নের উত্তর দেবে।
এনসিপির যুগ্ম সদস্যসচিব হুমায়রা নূর জাগো নিউজকে বলেন, "এখনো জোটের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। কারণ কিছু বিষয়ে অস্পষ্টতা আছে। আমরা বারবার একটি কথা বলে আসছি, অভ্যুত্থানকে যারা একই চেতনায় ধারণ করবে, একই অভিপ্রায় যাদের থাকবে, তাদের সঙ্গে আমরা জোট করতে পারবো।" তিনি আরও যোগ করেন যে, জামায়াতের সঙ্গে তারা কিছুতেই যাচ্ছেন না। বিএনপির সঙ্গে জোটের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, তবে তাদের ইতিবাচক মনোভাব দেখতে হবে। এনসিপির প্রধান লক্ষ্য জুলাই সনদ বাস্তবায়ন, যা কেউ করতে চাইলে তারা একসঙ্গে কাজ করবেন।
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, "সংস্কার বাস্তবায়নে যারা কাজ করবে, আমরা তাদের সঙ্গে কাজ করবো।" তিনি জানান, নৈতিকভাবে জুলাই সনদ বাস্তবায়নের আদেশের আগে তারা নির্বাচনী প্রচারে যেতে পারেন না।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- ‘নো ডিভিডেন্ড’ ঘোষণার পর শেয়ার দামে রেকর্ড দৌড়
- ইপিএস প্রকাশ করেছে বিএটিবিসি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে একমি পেস্টিসাইডস
- শেয়ারবাজারে ২৭৫ কোটি টাকা আত্মসাত, ৯ বিদেশির দেশত্যাগে নিষেধাজ্ঞা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মনোস্পুল বিডি
- শেয়ারবাজারে তালিকাভুক্তির নিয়মে আসছে যুগান্তকারী পরিবর্তন