ঢাকা, রবিবার, ২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২

রিয়াল মাদ্রিদ বনাম ভ্যালেন্সিয়া: সম্ভাব্য একাদশ, কখন শুরু হবে-ম্যাচের পূর্বাভাস

২০২৫ নভেম্বর ০১ ১৫:১৪:৫৪

রিয়াল মাদ্রিদ বনাম ভ্যালেন্সিয়া: সম্ভাব্য একাদশ, কখন শুরু হবে-ম্যাচের পূর্বাভাস

সরকার ফারাবী: টানা চতুর্থ লা লিগা শিরোপা ধরে রাখার লড়াইয়ে আজ রাত ২টায় (বাংলাদেশ সময়) নিজস্ব মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে নেমে পড়ছে রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষ ভ্যালেন্সিয়া, যারা এবারের মৌসুমে টেবিলের নিচের দিকেই অবস্থান করছে। ১০ ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদ ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে, অন্যদিকে মাত্র ৯ পয়েন্ট পাওয়া ভ্যালেন্সিয়া রয়েছে ১৮তম স্থানে।

ম্যাচের প্রেক্ষাপট: শিরোপার দৌড়ে আরও এক ধাপ এগোবার সুযোগ

গত সপ্তাহে এল ক্লাসিকোয় বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়ে রিয়াল মাদ্রিদ নিজেদের শীর্ষস্থান আরও দৃঢ় করেছে। জাভি আলোনসোর দল এ মৌসুমে দুর্দান্ত ফর্মে আছে ১০ ম্যাচে ৯ জয়, একমাত্র হারটি অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে। পাশাপাশি চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বেও তারা তিন ম্যাচের সবগুলোতেই জয় পেয়েছে।

রিয়াল মাদ্রিদ যদি আজ জেতে, তবে বার্সেলোনার চেয়ে তাদের ব্যবধান হবে ৮ পয়েন্ট, কারণ কাতালানরা রবিবার মাঠে নামবে।

মুখোমুখি পরিসংখ্যান

দুই দলের মধ্যে এখন পর্যন্ত ২১১টি ম্যাচে মুখোমুখি হয়েছে। এর মধ্যে রিয়াল মাদ্রিদ জয় পেয়েছে ১১১টিতে। তবে গত মৌসুমে একই ভেন্যুতে ভ্যালেন্সিয়ার কাছে ২-১ গোলে হেরে গিয়েছিল লস ব্লাঙ্কোস। তাই এবার প্রতিশোধের প্রেরণা নিয়েই মাঠে নামছে দলটি। তারা সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ষষ্ঠ জয়ের খোঁজে রয়েছে।

ভ্যালেন্সিয়ার দুরবস্থা

লা লিগায় মৌসুমের শুরুটা দুঃস্বপ্নের মতো কাটছে ভ্যালেন্সিয়ার জন্য। সর্বশেষ ম্যাচে তারা ঘরের মাঠে ভিয়ারিয়ালের কাছে ২-০ গোলে পরাজিত হয়। ১০ ম্যাচে ২ জয়, ৩ ড্র ও ৫ হার মাত্র ৯ পয়েন্ট নিয়ে ১৮তম স্থানে আছে দলটি।যদিও কোপা দেল রে-তে মারাসেনাকে ৫-০ গোলে হারিয়ে মনোবল কিছুটা ফিরে পেয়েছে, কিন্তু লিগে তারা এখনো স্থিতিশীল নয়। গত তিন মৌসুমে মাত্র একবার টপ-১০-এ জায়গা করেছে এবং ২০১৬-১৯ মৌসুমের পর আর কখনও শীর্ষ চারে জায়গা পায়নি।

দলসংবাদ (Team News)

রিয়াল মাদ্রিদ:

দানি কার্ভাহাল ও আন্তোনিও রুডিগার চোটের কারণে বাইরে রয়েছেন। ডেভিড আলাবার ফিটনেস ম্যাচের আগে মূল্যায়ন করা হবে। গোলরক্ষক আন্দ্রি লুনিন বার্সেলোনার বিপক্ষে লাল কার্ড পাওয়ায় নিষিদ্ধ। এডুয়ার্ডো কামাভিঙ্গা ও ফেদেরিকো ভালভার্দেকে রক্ষণভাগে দেখা যেতে পারে। ভিনিসিয়ুস জুনিয়র, জুড বেলিংহাম ও কিলিয়ান এমবাপে আক্রমণভাগে নেতৃত্ব দেবেন।

ভ্যালেন্সিয়া:

মাউক্তার দিয়াখাবি, লারজি রামা জানি ও দিমিত্রি ফুলকিয়ে ইনজুরিতে। লুকাস বেলট্রান ও ফিলিপ উগ্রিনিচের ফিটনেস ম্যাচের আগে যাচাই করা হবে। আর্নাউট ডানজুমা ও হুগো ডুরো আক্রমণভাগে থাকবেন।

দুই দলের সম্ভাব্য একাদশ

রিয়াল মাদ্রিদ: কোর্তোয়া, ভালভার্দে, মিলিতাও, হাইসেন, কারেরাস, গুলার, চুয়ামেনি, কামাভিঙ্গা, বেলিংহাম, এমবাপে, ভিনিসিয়ুস।

ভ্যালেন্সিয়া: আগিরেজাবালা, কোরেইয়া, তারেগা, কোপেতে, গায়া, রিওজা, পেপেলু, সান্তামারিয়া, লোপেজ, ডুরো, ডানজুমা।

বিশ্লেষণ

ভ্যালেন্সিয়া ম্যাচটিকে কঠিন করে তুলতে পারে, বিশেষ করে রিয়াল মাদ্রিদের ব্যস্ত সূচির প্রেক্ষিতে। তবে বর্তমান ফর্ম, আত্মবিশ্বাস ও দলীয় গভীরতায় রিয়াল মাদ্রিদই স্পষ্ট ফেভারিট। নিজেদের মাঠে তারা সম্পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়বে বলে প্রত্যাশা।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত