ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২

হাইকমিশনার মঞ্জুরুল করিম

'প্রবাসীদের কল্যাণে মালয়েশিয়ায় দূতাবাস কার্যক্রম আরও সহজ হবে'

২০২৫ অক্টোবর ৩১ ১৭:৫০:৫০

'প্রবাসীদের কল্যাণে মালয়েশিয়ায় দূতাবাস কার্যক্রম আরও সহজ হবে'

প্রবাস ডেস্ক: মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী ঘোষণা দিয়েছেন যে, প্রবাসীদের কল্যাণে দূতাবাসের কার্যক্রম আরও সহজ, দ্রুত ও জনবান্ধব করা হবে।

বুধবার কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের হলরুমে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এই অঙ্গীকার করেন। সভায় বিভিন্ন জাতীয় ও প্রবাসভিত্তিক গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন।

হাইকমিশনার মঞ্জুরুল মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশিদের কল্যাণ, সমস্যা সমাধান, বৈধকরণ কার্যক্রম, শ্রমবাজার, বাণিজ্য সম্প্রসারণ, শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়সহ নানা বিষয়ে আলোচনা করেন। তিনি সাংবাদিকদের "প্রবাসী সমাজের চোখ ও কান" হিসেবে উল্লেখ করে বলেন, তাদের দায়িত্বশীল সংবাদ উপস্থাপন প্রবাসীদের বাস্তব চিত্র ও ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সাংবাদিকরা এ সময় পাসপোর্ট নবায়নে বিলম্ব, শ্রমিক নিয়োগ প্রক্রিয়ার জটিলতা, কনস্যুলার সেবার সীমাবদ্ধতা এবং দূতাবাস থেকে তথ্যপ্রবাহের ঘাটতিসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন। জবাবে হাইকমিশনার জানান, এসব বিষয়ে দূতাবাসের কার্যক্রম আরও সহজ, দ্রুত ও জনবান্ধব করতে পদক্ষেপ নেওয়া হবে। তিনি বলেন, "আমরা চাই প্রত্যেক প্রবাসী নাগরিক যেন হয়রানি ছাড়াই সেবা পান। সেবা কার্যক্রমের মান বাড়াতে এরই মধ্যে বেশকিছু পদক্ষেপ নেওয়া হয়েছে এবং তা আরও বিস্তৃত করা হবে।"

হাইকমিশনার আরও বলেন, মালয়েশিয়া বাংলাদেশের অন্যতম বড় শ্রমবাজার এবং বৈধ উপায়ে শ্রমিক পাঠানোর প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও টেকসই করতে কাজ চলছে। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় ও মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগের মাধ্যমে শ্রমিকদের বৈধকরণ কার্যক্রমের অগ্রগতি এবং নতুনদের নিয়োগের পথ মসৃণ করার চেষ্টা চলছে বলেও তিনি জানান।

আঞ্চলিক জোট আসিয়ানের সদস্যপদ পাওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে হাইকমিশনার জানান, এটি একটি দীর্ঘ প্রক্রিয়া এবং বাংলাদেশ এই অঞ্চলের সঙ্গে সম্পর্ক জোরদারে কাজ করছে, যা ভবিষ্যতে আরও বিস্তৃত হতে পারে।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, প্রবাসীদের অর্জন, সফলতা ও ইতিবাচক গল্পগুলো বেশি করে প্রচার করা উচিত, যা দেশের আন্তর্জাতিক ভাবমূর্তি উজ্জ্বল করবে। হাইকমিশনার ভবিষ্যতে নিয়মিত এমন মতবিনিময় আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত