ঢাকা, শনিবার, ১ নভেম্বর ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২

জন্মদিন পেরিয়ে গেলেও আলোচনায় পরীমণির মালয়েশিয়ার ভিডিও

২০২৫ অক্টোবর ৩১ ০০:০৭:৫৬

জন্মদিন পেরিয়ে গেলেও আলোচনায় পরীমণির মালয়েশিয়ার ভিডিও

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণির জন্মদিন ছিল গত ২৪ অক্টোবর, কিন্তু তার জন্মদিনের উৎসব শুরু হয়েছিল এরও প্রায় চার দিন আগে এবং এখনও তা চলছে। দীর্ঘ প্রায় দুই সপ্তাহ ধরে সোশ্যাল মিডিয়ায় তার একের পর এক পোস্ট থেকে এই দীর্ঘ উদযাপনের বিষয়টি স্পষ্ট।

গত ২১ অক্টোবর, জন্মদিনের তিন দিন আগেই তার টিমের সহকর্মী ও মেকআপ আর্টিস্ট অর্ক তাকে চমকে দিয়ে অগ্রিম কেক কাটেন, যা পরীমণি ফেসবুকে প্রকাশ করেন। জন্মদিনের আগের দিন (২৩ অক্টোবর) তিনি মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হন, ধারণা করা হচ্ছে সেখানেই বিশেষ আয়োজনে জন্মদিন পালন করতে গিয়েছিলেন।

জন্মদিনের দিনে (২৪ অক্টোবর) মালয়েশিয়ার লংকি আইল্যান্ড থেকে সহকর্মীদের নিয়ে কেক কাটেন তিনি। এদিন ফেসবুকে নিজেকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তিনি লেখেন, "এ জীবন শুধু বেঁচে থাকার চেয়ে বাঁচা জীবন উদযাপন করাই শ্রেয়।"

জন্মদিনের চার দিন পর (২৮ অক্টোবর), পরীমণি ফের নিজেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে একটি ফুলের তোড়া হাতে ছবি প্রকাশ করেন। সবশেষ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় একটি ভিডিও পোস্ট করে তিনি লেখেন, "নিজেকে জন্মদিনের শুভেচ্ছা।" ভিডিওতে দেখা যায়, নায়িকা একটি জমকালো রেস্তোরাঁ বা হোটেলের ভেতরে দাঁড়িয়ে আছেন, যার পেছনের কাঁচের জানালায় মালয়েশিয়ার রাতের শহরের আলোকিত দৃশ্য দেখা যাচ্ছে। তিনি একটি ঘিয়ে রঙের ফ্লোরাল প্রিন্টের গাউন বা লম্বা পোশাকে হাসিমুখে দাঁড়িয়ে আছেন এবং তার সামনে দৃষ্টিনন্দন কয়েকটি কেক সাজানো, যার ওপর মোমবাতি জ্বলছে।

ভিডিওর প্রথম দিকে পরীমণিকে কেকগুলোর দিকে তাকিয়ে মুগ্ধতা প্রকাশ করতে দেখা যায়। এরপর তিনি হাত জোড় করে যেন নিজেকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছেন। তাকে দেখে মনে হচ্ছে যেন তিনি নিজের জন্য এই জমকালো আয়োজনে ভীষণ আনন্দিত।

তবে দীর্ঘ প্রায় দুই সপ্তাহ ধরে এমনকি জন্মদিনের পাঁচ দিন পার হওয়ার পরও এভাবে উৎসব চলতে থাকায় ভক্তদের কাছেও মনে হচ্ছে এই নায়িকার জন্মদিন যেন শেষই হচ্ছে না।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত