ঢাকা, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২

জেনে নিন খুশকি দূর করতে মেথির ব্যবহার

২০২৫ অক্টোবর ২৯ ১৬:৫৫:৫১

জেনে নিন খুশকি দূর করতে মেথির ব্যবহার

ডুয়া ডেস্ক: খুশকি অনেকেরই সমস্যা, যা সারা বছরই দেখা যায়। শীতকালে এই সমস্যা আরও বেড়ে যায় এবং অস্বস্তি সৃষ্টি করে। বাজারে থাকা শ্যাম্পু সাময়িকভাবে খুশকি কমাতে সাহায্য করলেও সম্পূর্ণ মুক্তি দেয় না।

খুশকি সমস্যার প্রাকৃতিক সমাধান হিসেবে মেথি ব্যবহার করতে পারেন। নিচে মেথি ব্যবহার করার কয়েকটি সহজ উপায় দেওয়া হলো-

মেথির তেল:১ কাপ নারকেল তেলের সঙ্গে ১ টেবিল চামচ মেথি মিশিয়ে ভালোভাবে ফুটিয়ে নিন। মেথির রং লালচে হয়ে গেলে গ্যাস বন্ধ করে ঠান্ডা হতে দিন। এরপর ছেঁকে কাচের শিশিতে রাখুন। সপ্তাহে তিন দিন এই তেল মাথায় লাগালে খুশকি কমতে শুরু করবে।

মেথি মাস্ক:আগের রাতে ১-২ টেবিল চামচ মেথি পানিতে ভিজিয়ে রাখুন। পরের দিন এটি ব্লেন্ড করে ১ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে নিন। এই মিশ্রণ মাথায় ভালোভাবে মাখুন। আধা ঘণ্টা রাখার পর হালকা গরম পানি দিয়ে শ্যাম্পু করুন।

মেথি ভেজানো পানি:২-৩ টেবিল চামচ মেথি ১ লিটার পানিতে ভিজিয়ে রাখুন। পরের দিন শ্যাম্পু করার পরে এই মেথি পানি দিয়ে চুল ধুয়ে নিন। এটি করলে আর আলাদা কন্ডিশনার ব্যবহারের প্রয়োজন পড়বে না।

মেথি ব্যবহার করে নিয়মিত চুলের যত্ন নিলে খুশকি কমে আসবে এবং চুল থাকবে সুস্থ ও উজ্জ্বল।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত