ঢাকা, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২

ইপিএস প্রকাশ করেছে এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ড

২০২৫ অক্টোবর ২৮ ১২:০০:৫২

ইপিএস প্রকাশ করেছে এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ড

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ড কোম্পানি ৩০ সেপ্টেম্বর, ২০২৫ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

সোমবার (২৭ অক্টোবর) কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনাশেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ডিএসই সূত্রে জানা গেছে।

চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির ইউনিটপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৬ পয়সা, যেখানে আগের অর্থবছরের একই সময়ে ইউনিটপ্রতি আয় ছিল ৬২ পয়সা।

সমাপ্ত প্রান্তিকে কোম্পানিটির ক্যাশ ফ্লো ছিল মাইনাস ১০ পয়সা, গত বছর একই সময়ে যা ছিল ১৬ পয়সা।

২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানির ইউনিট প্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯ টাকা ৯৭ পয়সা।

এমজে/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত