ঢাকা, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২
মৃত জিম্মির মরদেহ ফেরত না আসা পর্যন্ত গাজায় যুদ্ধ চলবে: ইসরায়েলের সেনাপ্রধান
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাস যতদিন পর্যন্ত মৃত সব ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দেবে না, ততদিন পর্যন্ত গাজায় যুদ্ধ থামবে না বলে জানিয়েছেন ইসরায়েলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়া’য়াল জামির।
সোমবার (২৭ অক্টোবর) জেরুজালেমে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) লেফটেন্যান্ট কমান্ডার পদমর্যাদার ইউনিট কমান্ডারদের সম্মেলনে তিনি বলেন, আমাদের যুদ্ধ এখনও শেষ হয়নি। আমরা একটি পবিত্র মিশনে আছি, যার প্রধান লক্ষ্য দুইটি— গাজায় নিহত সব ইসরায়েলি জিম্মির মরদেহ উদ্ধার এবং হামাসের বিরুদ্ধে প্রচার-প্রচারণা অব্যাহত রাখা।
তিনি আরও যোগ করেন, আইডিএফ অতীতকে কাঁধে নিয়ে ভবিষ্যতের দিকে এগোবে। আমাদের নৈতিক ও পেশাগত দায়িত্ব আমরা সাহস ও দৃঢ়তার সঙ্গে পালন করব।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলায় দক্ষিণ ইসরায়েলে ১,২০০ জন নিহত হন এবং ২৫০ জনকে জিম্মি হিসেবে ধরে আনা হয়। এর পরের দিন, ৮ অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে আইডিএফ। দুই বছরের অভিযানে গাজায় নিহত হয়েছেন ৬৭,০০০–এর বেশি ফিলিস্তিনি, আহত হয়েছেন ১,৭০,০০০-এর অধিক।
২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত প্রস্তাব পেশ করেন। এই প্রস্তাবে তিন স্তরের ব্যবস্থা রাখা হয়েছিল, যার মধ্যে প্রথম স্তরে উল্লেখ ছিল—জীবিত সব ইসরায়েলি জিম্মি ও মৃত জিম্মিদের মরদেহ/দেহাবশেষ হামাস হস্তান্তর করবে।
হামাস ইতোমধ্যেই নিজেদের কব্জায় থাকা জীবিত ২০ জন জিম্মিকে মুক্তি দিয়েছে। তবে মৃত জিম্মিদের দেহাবশেষ ফেরত দেওয়া নিয়ে সমস্যা তৈরি হয়েছে। হামাস জানায়, ২৮ জন ইসরায়েলি জিম্মি মারা গেছেন, এবং তাদের অবস্থান শুধুমাত্র গোষ্ঠীর বর্তমান হাইকমান্ডই জানে। যারা জানত, তারা আইডিএফের অভিযানের সময় নিহত হয়েছে।
তবে আইডিএফ এই যুক্তি মেনে নিচ্ছে না এবং হামাসের ওপর চাপ অব্যাহত রেখেছে। ইসরায়েলের তথ্য অনুসারে, মৃত ২৮ জন জিম্মির মধ্যে ১৫ জনের মরদেহ ইতোমধ্যেই হামাস হস্তান্তর করেছে, বাকি ১৩ জনের মরদেহ এখনও ফেরত আসেনি।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ডিভিডেন্ড ঘোষণা করেছে কেডিএস এক্সেসরিজ
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু ফেব্রিক্স
- খেলোয়াড়দের নিয়ন্ত্রণে শেয়ারবাজার, অসহায় নিয়ন্ত্রক সংস্থা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ১৯ কোম্পানি, দেখুন এক নজরে
- ডিভিডেন্ড ঘোষণা করেছে স্কয়ার টেক্সটাইল
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি(LIVE)
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি সরাসরি ফ্রিতে দেখুন(LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে জেএমআই হসপিটাল
- ভারত বনাম অস্ট্রেলিয়া:কখন, কোথায়-যেভাবে দেখবেন লাইভ
- ডিভিডেন্ড ঘোষণা করেছে অগ্নী সিস্টেমস
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ
- নেগেটিভ ইকুইটি মুক্ত করতে মার্জিন ঋণে তালা মারছে বিএসইসি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে শমরিতা হাসপাতাল
- ২১ দাবিতে নতুন বেতন কাঠামোর প্রস্তাব, সর্বনিম্ন ৩৫ হাজার
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি সরাসরি দেখুন(LIVE)