ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২
মৃত জিম্মির মরদেহ ফেরত না আসা পর্যন্ত গাজায় যুদ্ধ চলবে: ইসরায়েলের সেনাপ্রধান
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাস যতদিন পর্যন্ত মৃত সব ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দেবে না, ততদিন পর্যন্ত গাজায় যুদ্ধ থামবে না বলে জানিয়েছেন ইসরায়েলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়া’য়াল জামির।
সোমবার (২৭ অক্টোবর) জেরুজালেমে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) লেফটেন্যান্ট কমান্ডার পদমর্যাদার ইউনিট কমান্ডারদের সম্মেলনে তিনি বলেন, আমাদের যুদ্ধ এখনও শেষ হয়নি। আমরা একটি পবিত্র মিশনে আছি, যার প্রধান লক্ষ্য দুইটি— গাজায় নিহত সব ইসরায়েলি জিম্মির মরদেহ উদ্ধার এবং হামাসের বিরুদ্ধে প্রচার-প্রচারণা অব্যাহত রাখা।
তিনি আরও যোগ করেন, আইডিএফ অতীতকে কাঁধে নিয়ে ভবিষ্যতের দিকে এগোবে। আমাদের নৈতিক ও পেশাগত দায়িত্ব আমরা সাহস ও দৃঢ়তার সঙ্গে পালন করব।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলায় দক্ষিণ ইসরায়েলে ১,২০০ জন নিহত হন এবং ২৫০ জনকে জিম্মি হিসেবে ধরে আনা হয়। এর পরের দিন, ৮ অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে আইডিএফ। দুই বছরের অভিযানে গাজায় নিহত হয়েছেন ৬৭,০০০–এর বেশি ফিলিস্তিনি, আহত হয়েছেন ১,৭০,০০০-এর অধিক।
২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত প্রস্তাব পেশ করেন। এই প্রস্তাবে তিন স্তরের ব্যবস্থা রাখা হয়েছিল, যার মধ্যে প্রথম স্তরে উল্লেখ ছিল—জীবিত সব ইসরায়েলি জিম্মি ও মৃত জিম্মিদের মরদেহ/দেহাবশেষ হামাস হস্তান্তর করবে।
হামাস ইতোমধ্যেই নিজেদের কব্জায় থাকা জীবিত ২০ জন জিম্মিকে মুক্তি দিয়েছে। তবে মৃত জিম্মিদের দেহাবশেষ ফেরত দেওয়া নিয়ে সমস্যা তৈরি হয়েছে। হামাস জানায়, ২৮ জন ইসরায়েলি জিম্মি মারা গেছেন, এবং তাদের অবস্থান শুধুমাত্র গোষ্ঠীর বর্তমান হাইকমান্ডই জানে। যারা জানত, তারা আইডিএফের অভিযানের সময় নিহত হয়েছে।
তবে আইডিএফ এই যুক্তি মেনে নিচ্ছে না এবং হামাসের ওপর চাপ অব্যাহত রেখেছে। ইসরায়েলের তথ্য অনুসারে, মৃত ২৮ জন জিম্মির মধ্যে ১৫ জনের মরদেহ ইতোমধ্যেই হামাস হস্তান্তর করেছে, বাকি ১৩ জনের মরদেহ এখনও ফেরত আসেনি।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- যে কারণে বাতিল হলো আজকের ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ
- মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত, এক ক্লিকেই জানুন ফলাফল
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ১ম টি-20: যেভাবে দেখবেন সরাসরি (LIVE)
- আজ আর্জেন্টিনা বনাম ব্রাজিলর ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- কিছুক্ষণের মধ্যেই মেডিকেল ভর্তির ফল প্রকাশ, জানবেন যেভাবে
- আগামীকাল ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ: কখন, কোথায়-সরাসরি দেখবেন যেভাবে
- লাতিন বাংলা সুপার কাপ: আর্জেন্টিনা বনাম ব্রাজিলের খেলা নিয়ে যে সিদ্ধান্ত এলো
- অনলাইনে যেভাবে দেখবেন ২০২৫-২৬ মেডিক্যাল ভর্তি পরীক্ষার ফল
- আজ দুপুরে মেডিকেল-ডেন্টাল ভর্তির ফল প্রকাশ, জানবেন যেভাবে
- সরকারি-বেসরকারি স্কুলে ভর্তি লটারি চলছে, সরাসরি (LIVE) দেখুন
- মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা শান্ত, জেনে নিন কাট মার্ক
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: কখন,কোথায়-যেভাবে দেখবেন টি-২০ ম্যাচটি
- বাংলাদেশ বনাম আফগানিস্তান: শ্বাসরুদ্ধকর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- IPL মিনি নিলাম ২০২৬: কবে, কখন, জানুন বাজেট-বিস্তারিত
- মিডল্যান্ড ব্যাংকের শেয়ার কারসাজিতে ৪.৫১ কোটি টাকা জরিমানা