ঢাকা, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ১২ কার্তিক ১৪৩২
আবারও বিয়ের গুঞ্জনে আলোচনায় জায়েদ খান
বিনোদন ডেস্ক: ঢালিউডের আলোচিত নায়ক জায়েদ খান আবারও আলোচনার শিরোনামে তবে এবার সিনেমা নয়, তার ব্যক্তিগত জীবনকে ঘিরে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কয়েকটি ছবিতে দেখা গেছে, এক নারীর সঙ্গে ঘনিষ্ঠভাবে পোজ দিয়েছেন এই অভিনেতা। ছবিগুলোতে দুজনের পোশাক, হাসি ও ভঙ্গিমা দেখে অনেকেই ধারণা করছেন বিয়ে করেছেন জায়েদ খান!
ছবিগুলো প্রকাশের পর থেকেই তা ভাইরাল হয়ে গেছে। অনেকে শুভেচ্ছা জানিয়ে লিখছেন, “নতুন জীবনের জন্য অভিনন্দন, জায়েদ ভাই।” আবার কেউ কেউ মজা করে বলছেন, “অবশেষে ঢালিউডের সালমান খানও ঘরে তুললেন বউ!”
তবে কাকে বিয়ে করেছেন, কবে কোথায় বিয়ে হয়েছে এ বিষয়ে কোনো নিশ্চিত তথ্য এখনো পাওয়া যায়নি। সোশ্যাল মিডিয়ার কিছু পোস্টে দাবি করা হয়েছে, কনের জন্ম সিলেটে, বর্তমানে তিনি নিউইয়র্কে বসবাস করছেন। কিন্তু এসব তথ্যের কোনো নির্ভরযোগ্য সূত্র পাওয়া যায়নি।
এখন পর্যন্ত জায়েদ খান বা তার ঘনিষ্ঠ মহল থেকেও এ নিয়ে কোনো মন্তব্য আসেনি। তার কয়েকজন সহকর্মীর সঙ্গে যোগাযোগ করা হলেও তারা বিষয়টি সম্পর্কে কিছুই জানাতে পারেননি। ফলে এটি এখনো গুঞ্জন হিসেবেই রয়ে গেছে। কেউ কেউ আবার ধারণা করছেন, কোনো অনুষ্ঠানে অনুরোধে ছবি তুলেছিলেন জায়েদ, আর সেখান থেকেই ভুল বোঝাবুঝির সূত্রপাত।
বর্তমানে জায়েদ খান যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। ২০২৪ সালের মাঝামাঝি সময়ে ব্যক্তিগত কারণে তিনি দেশ ত্যাগ করেন। ওই বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ ক্ষমতা হারানোর পর থেকে তিনি আর দেশে ফেরেননি। শেখ হাসিনার ঘনিষ্ঠ হিসেবে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
দীর্ঘদিন ধরে ঢালিউডে সক্রিয় এই অভিনেতা ও প্রযোজক অনেকের কাছে পরিচিত ‘ঢালিউডের সালমান খান’ নামে। ব্যক্তিগত জীবন, সম্পর্ক ও রাজনৈতিক অবস্থান নিয়ে তিনি প্রায়ই আলোচনায় থাকেন। এক সময় অপু বিশ্বাস, পপি এবং মাহিয়া মাহির সঙ্গে তার প্রেমের গুঞ্জনও শোনা গিয়েছিল। তার জীবনযাপন ও বিতর্কিত মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই গরম আলোচনার বিষয় হয়ে ওঠে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ডিভিডেন্ড ঘোষণা করেছে কেডিএস এক্সেসরিজ
- খেলোয়াড়দের নিয়ন্ত্রণে শেয়ারবাজার, অসহায় নিয়ন্ত্রক সংস্থা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু ফেব্রিক্স
- ঘোষণা দিয়েও শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড দেয়নি ১৭ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে স্কয়ার টেক্সটাইল
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি সরাসরি ফ্রিতে দেখুন(LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ১৯ কোম্পানি, দেখুন এক নজরে
- ডিভিডেন্ড ঘোষণা করেছে জেএমআই হসপিটাল
- ভারত বনাম অস্ট্রেলিয়া:কখন, কোথায়-যেভাবে দেখবেন লাইভ
- ২১ দাবিতে নতুন বেতন কাঠামোর প্রস্তাব, সর্বনিম্ন ৩৫ হাজার
- ডিভিডেন্ড ঘোষণা করেছে শমরিতা হাসপাতাল
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি সরাসরি দেখুন(LIVE)
- লাফার্জহোলসিমের অন্তর্বর্তীকালিন ডিভিডেন্ড ঘোষণা
- শেয়ারবাজারের তালিকায় যুক্ত হলো আরও এক বন্ধ কোম্পানি
- মার্জিন ঋণ নিয়ে গুজব, বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান বিএসইসির