ঢাকা, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১১ কার্তিক ১৪৩২

টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে বেশ সতর্ক ওয়েস্ট ইন্ডিজ

২০২৫ অক্টোবর ২৬ ২২:০১:২৪

টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে বেশ সতর্ক ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক: সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে দুর্দান্ত বোলিং করা রিশাদ হোসেনকে নিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে বেশ সতর্ক ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শাই হোপ। তিনি মনে করেন রিশাদ কন্ডিশন কাজে লাগিয়ে যেভাবে পারফর্ম করেছেন, ক্যারিবিয়ানরাও সেটাই করার চেষ্টা করবে।

সাগরিকার সংবাদ সম্মেলনে হোপ বলেছেন, "এটা অবশ্যই মিরপুরের থেকে একটা ভিন্ন সারফেস। নির্দিষ্ট কন্ডিশনে খেলার সময় আমাদের সবসময়ই পরিস্থিতি বিচার করতে হয়। রিশাদ, সে ঢাকার কন্ডিশনটা খুব ভালোভাবে কাজে লাগিয়েছিল।" হোপ আশাবাদী যে চট্টগ্রামের উইকেট মিরপুরের চেয়ে ভিন্ন হবে। তিনি বলেন, "আপনি দেখেছেন ওটা স্পিনারদের জন্য সহায়ক কন্ডিশন ছিল, এবং সে (রিশাদ) খুব ভালো জায়গায় বল ফেলে আমাদের সব ব্যাটারদের জন্য চ্যালেঞ্জ করেছিল। কিন্তু আবারও, নতুন সিরিজ, নতুন সারফেস, লক্ষ্য একই। তাই ওয়ানডে সিরিজে আমাদের যে ভুলগুলো হয়েছিল, সেগুলো থেকে শিখতে হবে। আমার মনে হয় না সারফেসটা একই রকম আচরণ করবে, কিন্তু যদি করেও, আমাদের কাছে গত সিরিজের কিছু শিক্ষা তো আছেই।"

চট্টগ্রামের উইকেট নিয়ে হোপ আরও বলেন, "আমার দেখে তো ভালোই লাগছে। আপনি যদি দেখেন, খালি চোখে দেখেই বোঝা যাচ্ছে এটা ভালো। আর আমি বলবো, যতবারই আমি চট্টগ্রামে আসি, ব্যাটার হিসেবে ব্যাট করার জন্য এটা বেশ ভালো পিচ। তাই আমি বলবো এটা একটা ভালো উইকেট মনে হচ্ছে। কিন্তু আমি সবসময় যেমনটা বলি, মাঠে নেমে পরিস্থিতি বুঝতে হবে, দেখতে হবে ইনিংস যত এগোবে পিচটা কেমন আচরণ করবে।"

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত