ঢাকা, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১১ কার্তিক ১৪৩২

মা ও শিশু মৃত্যুহার কমাতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: স্বাস্থ্য উপদেষ্টা

২০২৫ অক্টোবর ২৬ ২০:৫০:০৮

মা ও শিশু মৃত্যুহার কমাতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: স্বাস্থ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নুরজাহান বেগম স্বীকার করেছেন যে, ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বাংলাদেশ কিছু কিছু ক্ষেত্রে স্তিমিত পর্যায়ে রয়েছে। তবে তিনি এও দাবি করেন যে, এসডিজি অর্জনে কিছু ক্ষেত্রে অগ্রগতি উৎসাহব্যঞ্জক।

রোববার (২৬ অক্টোবর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে "ফ্রম এভিডেন্স টু ওয়ে ফরওয়ার্ড: মিড টার্ম রিফ্লেকশনস অন হেলথ এসডিজি প্রগ্রেস ইন বাংলাদেশ" শীর্ষক এক কর্মশালায় তিনি এই কথা বলেন।

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, মা ও শিশু মৃত্যুহার আরও কমিয়ে আনতে, অসংক্রামক রোগে মৃত্যুহার হ্রাসে বা এসব কারণে মৃত্যু ঠেকাতে এর কারণসমূহ উদঘাটন ও নিরাময়ে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি বিশ্বাস করেন, সবাইকে সঙ্গে নিয়ে সমন্বিতভাবে এগিয়ে যাওয়ার মধ্য দিয়ে স্বাস্থ্যখাতে বিদ্যমান সমস্যার জটিলতা কাটিয়ে ওঠা সম্ভব হবে।

তিনি জানান, মানুষের সুচিকিৎসা, সেবা দেওয়া ও স্বাস্থ্যসেবা নিশ্চিতে এরই মধ্যে সাড়ে ৭ হাজার ডাক্তারকে বিভিন্ন পদে পদোন্নতি দেওয়া হয়েছে এবং সাড়ে তিন হাজার ডাক্তার নিয়োগ সম্পন্ন হওয়ার পথে। এরই মধ্যে সাড়ে ৩ হাজার নার্স নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া নানারকম স্বাস্থ্যকর্মী ও প্রয়োজনীয় লোকবল নিয়োগে কাজ করা হচ্ছে।

এসময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা অধিদপ্তর, বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দপ্তর ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত