ঢাকা, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২

পুরুষের প্রজনন ক্ষমতা কত বয়স পর্যন্ত? জানুন বিস্তারিত

২০২৫ অক্টোবর ২৫ ১৭:১৪:৪১

পুরুষের প্রজনন ক্ষমতা কত বয়স পর্যন্ত? জানুন বিস্তারিত

ডুয়া ডেস্ক: ৬০-এর ওপরে বয়সেও একজন পুরুষ বাবা হতে পারেন কি না, সেটি অনেকের কৌতূহলের বিষয়। শারীরিক সক্ষমতা, হরমোনের মাত্রা এবং জীবনধারার ওপর নির্ভর করে পুরুষদের প্রজনন ক্ষমতা কতদূর পর্যন্ত থাকে তা ভিন্ন হতে পারে।

নারীদের ক্ষেত্রে বিষয়টি তুলনামূলক সহজ। সাধারণত ৪৫ থেকে ৫৫ বছর বয়সের মধ্যে মহিলাদের মেনোপজ হয়। এই সময়ের মধ্যে ডিম্বাশয় ধীরে ধীরে কার্যক্ষমতা হারায়, ফলে ‘ইস্ট্রোজেন’ ও ‘প্রজেস্টেরন’ হরমোনের মাত্রা কমে যায়। এরপর পিরিয়ড বন্ধ হয় এবং প্রজনন ক্ষমতা শেষ হয়ে যায়।

পুরুষদের ক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাদের শরীরে টেস্টোস্টেরনের মাত্রা কমতে থাকে। চিকিৎসাবিজ্ঞানে এটিকে ‘অ্যান্ড্রোপজ’ বা ‘লেট অনসেট হাইপোগোনাডিজম’ বলা হয়। টেস্টোস্টেরন পুরুষের যৌন সক্ষমতা ও শুক্রাণু উৎপাদনের সঙ্গে যুক্ত। হরমোন কমে গেলে প্রজনন ক্ষমতাও কিছুটা হ্রাস পায়, তবে নারীর মতো হঠাৎ বন্ধ হয় না।

বিশেষজ্ঞদের মতে, অনেক পুরুষের ক্ষেত্রে ৪৫ থেকে ৫০ বছর বয়সে টেস্টোস্টেরন কমতে শুরু করে। বিশেষ করে যাদের ওজন বেশি বা অনিয়মিত জীবনযাপন করেন, তাদের ক্ষেত্রে পরিবর্তন আগেই দেখা দিতে পারে। তবে বেশিরভাগের ক্ষেত্রে তা লক্ষ্য করা যায় ৭০ বছর পেরোনোর পর।

তবুও বয়স বাড়লেই প্রজনন ক্ষমতা শেষ হয়ে যায়, এমন নয়। সুস্থ জীবনধারা, নিয়মিত ব্যায়াম, স্বাস্থ্যকর খাবার এবং মানসিক সতেজতা বজায় থাকলে ৭০ কিংবা ৮০ বছর বয়সেও বাবা হওয়া সম্ভব। উদাহরণস্বরূপ, হলিউড তারকা আল পাচিনো ৮৩ বছর বয়সে চতুর্থ সন্তানের বাবা হয়েছেন। এর আগে অভিনেতা রবার্ট ডি নিরো ৭৯ বছর বয়সে নবজাতকের বাবা হয়েছেন। বয়স কখনও বাধা নয়, বরং শরীরের ফিটনেস, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং সঠিক জীবনযাপনই মূল বিষয়।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত