ঢাকা, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১১ কার্তিক ১৪৩২

সুইজারল্যান্ডে নতুন অভিবাসন নীতি

২০২৫ অক্টোবর ২৫ ১২:১৪:২০

সুইজারল্যান্ডে নতুন অভিবাসন নীতি

ডুয়া ডেস্ক: নিরপেক্ষ ইউরোপীয় দেশ সুইজারল্যান্ড আশ্রয়প্রার্থীদের ভ্রমণ আরও কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে যাচ্ছে। নতুন নীতি অনুযায়ী, দেশটিতে বসবাসরত সব আশ্রয়প্রার্থী, অস্থায়ী সুরক্ষা প্রাপ্ত এবং সুরক্ষার প্রয়োজন থাকা ব্যক্তিদের ক্ষেত্রে নিজ দেশ বা তৃতীয় কোনো দেশে যাত্রা নিষিদ্ধ করা হবে।

তবে জরুরি পরিস্থিতি, যেমন আত্মীয়-স্বজনের মৃত্যু, এই বিধিনিষেধের ব্যতীত বিশেষ অনুমতি সাপেক্ষে ভ্রমণের সুযোগ থাকবে। এ ক্ষেত্রে আশ্রয়প্রার্থীরা সুইজারল্যান্ডের অভিবাসন সচিবালয় (SEM)-এর কাছে আবেদন করতে পারবেন। সংস্থা আবেদন যাচাই-বাছাই করে ভ্রমণের অনুমতি দেবে।

সুইস সরকার বুধবার পার্লামেন্টের সিদ্ধান্তের আলোকে এই ঘোষণা দিয়েছে। নতুন নিয়ম ২০২৬ সালের ৫ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। ফেডারেল কাউন্সিল জানিয়েছে, অভিবাসন নীতি সংশোধনের লক্ষ্য হলো ২০২১ সালের বিদেশি নাগরিক ও অন্তর্ভুক্তি আইন বাস্তবায়ন।

২০২২ সালের মার্চে রাশিয়ার আক্রমণের কারণে ইউক্রেনীয় নাগরিকদের জন্য প্রথমবারের মতো বিশেষ সুরক্ষা ক্যাটাগরি ‘S’ চালু করা হয়। এরপর এই আইন বাস্তবায়ন করা সম্ভব হয়নি।

সুইজারল্যান্ডের এই নিষেধাজ্ঞা জার্মানি ও অন্যান্য ইউরোপীয় দেশগুলোর মতো নিজ দেশে ভ্রমণ সীমাবদ্ধতার সঙ্গে তুলনীয়, তবে স্বাভাবিক পরিস্থিতির তুলনায় তৃতীয় দেশে যাত্রা ও নিজ দেশে ভ্রমণ ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

উদাহরণস্বরূপ, ইউক্রেনীয় আশ্রয়প্রার্থীরা বর্তমানে প্রতি তিন মাসে ১৫ দিন ইউক্রেনে থাকতে পারেন, তবে নতুন নীতিতে এটি প্রতি ছয় মাসে ১৫ দিনে সীমিত হবে।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশন (UNHCR) এই বিধিনিষেধকে অসম বলে অভিহিত করেছে। সংস্থাটি বলেছে, এই ভ্রমণ নিষেধাজ্ঞার ক্ষেত্রে পালিয়ে আসা ও নিপীড়নের কারণে বিচ্ছিন্ন হয়ে পড়া বহু পরিবারের কঠিন পরিস্থিতির বিষয়টিকে বিবেচনায় নেওয়া হয়নি।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত