ঢাকা, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ৯ কার্তিক ১৪৩২

মার্কিন নিষেধাজ্ঞায় রাশিয়ার তেল আমদানি স্থগিত করল চীন

২০২৫ অক্টোবর ২৪ ১৬:১৩:১৫

মার্কিন নিষেধাজ্ঞায় রাশিয়ার তেল আমদানি স্থগিত করল চীন

আন্তর্জাতিক ডেস্ক: চীনের রাষ্ট্রীয় তেল কোম্পানিগুলো রাশিয়ার দুই প্রধান তেল সংস্থা রসনেফট ও লুকঅয়েলের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার প্রভাবে সাময়িকভাবে সমুদ্রপথে রুশ তেল আমদানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এমন এক সময়ে যখন ভারতও নতুন মার্কিন নিষেধাজ্ঞা মেনে রুশ তেল ক্রয় হ্রাসের পরিকল্পনা করছে।

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মার্কিন নিষেধাজ্ঞার কারণে চীনের রাষ্ট্রীয় চারটি কোম্পানি পেট্রোচায়না, সিনোপেক, সিএনওসি ও ঝেনহুয়া অয়েল স্বল্পমেয়াদে রাশিয়ার তেল ক্রয় থেকে বিরত থাকবে। তবে কোম্পানিগুলো তাৎক্ষণিকভাবে মন্তব্য করেনি।

চীনের দৈনিক রাশিয়ান তেল আমদানি সমুদ্রপথে প্রায় ১৪ লাখ ব্যারেল, যার বড় অংশ আসে ছোট ও স্বাধীন রিফাইনারি কোম্পানির মাধ্যমে। রাষ্ট্রীয় কোম্পানিগুলোর আমদানি মাত্রা নিয়ে ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। কার্গো ট্র্যাকিং সংস্থা ভরটেক্সা অ্যানালিটিকস বলছে, ২০২৫ সালের প্রথম নয় মাসে রাষ্ট্রীয় কোম্পানিগুলো গড়ে দৈনিক ২ লাখ ৫০ হাজার ব্যারেলের নিচে রুশ তেল আমদানি করেছে।

পাইপলাইনের মাধ্যমে চীন প্রতিদিন প্রায় ৯ লাখ ব্যারেল রাশিয়ান তেল আমদানি করে, যা প্রধানত পেট্রোচায়নার মাধ্যমে। সমুদ্রপথ বন্ধ হলেও পাইপলাইন আমদানি মার্কিন নিষেধাজ্ঞার খুব একটা প্রভাব নেই বলে ব্যবসায়ীরা মনে করছেন।

মার্কেট বিশ্লেষকরা বলছেন, ভারত ও চীন বিকল্প উৎসের দিকে ঝুঁকবে, ফলে মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকা থেকে নিষেধাজ্ঞা বহির্ভূত তেলের দাম বৃদ্ধি পাবে। ইতিমধ্যেই আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড ব্যারেলপ্রতি ৬৫.৬১ ডলারে পৌঁছেছে, যা গত দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত