ঢাকা, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২

‘জাপা-আ.লীগকে বাদ দিয়ে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না’

২০২৫ অক্টোবর ২৩ ২০:২২:৫৩

‘জাপা-আ.লীগকে বাদ দিয়ে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না’

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, জাতীয় পার্টি ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এই দুই দলকে বাদ দিয়ে কোনো নির্বাচন অনুষ্ঠিত হতে দেওয়া হবে না।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাজধানীর বনানীতে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উপজেলা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

জিএম কাদের বলেন, জাতীয় পার্টিকে রাজনীতি থেকে দূরে সরাতে ষড়যন্ত্র চলছে। আমাদের বাদ দিতে পারলে জামায়াতে ইসলামী লাভবান হবে এমন এক পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা চলছে। বর্তমান সরকার দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে চায়। দেশের ইতিহাসে কখনো আইনশৃঙ্খলার এত অবনতি হয়নি।

তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ নয়; তাদের নিজস্ব একটি দল রয়েছে, যাদের পরামর্শেই সরকারের নীতি ও কর্মকৌশল নির্ধারিত হচ্ছে। এই সরকারের আয়োজন করা নির্বাচন আসলে পাতানো খেলা। আমরা এ থেকে মুক্তি চাই। যত বিলম্ব হবে, দেশের ক্ষতিই বাড়বে।

জিএম কাদের অভিযোগ করেন, যে ভোটের জন্য শেখ হাসিনাকে ‘ফ্যাসিবাদী’ বলা হয়েছে, তারা এখন আবার সেই রকমই ভোট আয়োজনের চেষ্টা করছে। এতে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।

তিনি নির্বাহী আদেশের মাধ্যমে কোনো রাজনৈতিক দল বিশেষ করে আওয়ামী লীগ কে বাদ দেওয়ার উদ্যোগের সমালোচনা করেন এবং বলেন, রাজনৈতিক প্রতিশোধ নয়, কার্যকর বিচারপ্রক্রিয়ার মাধ্যমে অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হবে।

দেশের সার্বিক পরিস্থিতি প্রসঙ্গে জিএম কাদের বলেন, গণতন্ত্র, আইনশৃঙ্খলা ও অর্থনীতির অবস্থা ভয়াবহ। দেশে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হচ্ছে। প্রতিমাসে মানুষ খুন হচ্ছে, বিনিয়োগ কমে যাচ্ছে, শিল্পকারখানা বন্ধ হয়ে পড়ছে। টিসিবির ট্রাকের পেছনে মানুষের দীর্ঘ লাইনই বলে দিচ্ছে দুর্ভিক্ষের আশঙ্কা এখন বাস্তব।

সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদকে স্মরণ করে তিনি বলেন, এরশাদ সাহেব উপনিবেশবাদী প্রশাসনিক কাঠামো ভেঙে উপজেলা শাসনব্যবস্থা চালু করেছিলেন, যেখানে জনপ্রতিনিধিদের অধীনে স্থানীয় প্রশাসন কাজ করত। পরবর্তীতে সেই ব্যবস্থা বাতিল করে স্থানীয় ক্ষমতা খর্ব করা হয়েছে।

সভায় দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেন, জাতীয় ঐক্যের অভাবে দেশে বিভাজন তৈরি হয়েছে। বর্তমান সরকার নির্বাচনী প্রক্রিয়াকে নিয়ন্ত্রণে রাখতে চায়। তাদের হাতে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।

তিনি আরও বলেন, “নির্বাচনে জাতীয় পার্টিকে বাদ দেওয়ার চেষ্টা হলে আমরা প্রতিরোধ গড়ে তুলব। নির্দলীয় বা সর্বদলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হতে হবে।”

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা দক্ষিণের আহ্বায়ক মীর আব্দুস সবুর আসুদ, প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভুঁইয়াসহ কেন্দ্রীয় নেতারা।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত