ঢাকা, বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২

শেয়ারবাজারের তালিকায় যুক্ত হলো আরও এক বন্ধ কোম্পানি

মোবারক হোসেন
মোবারক হোসেন

রিপোর্টার

২০২৫ অক্টোবর ২২ ২৩:৩০:৩৫

শেয়ারবাজারের তালিকায় যুক্ত হলো আরও এক বন্ধ কোম্পানি

মোবারক হোসেন: শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি প্যাসিফিক ডেনিমস লিমিটেড-এর কারখানা বন্ধ থাকার খবর জানাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। কোম্পানির কমপ্লায়েন্স এবং আর্থিক স্বাস্থ্য নিয়ে চলমান উদ্বেগের মধ্যেই ডিএসই-এর পরিদর্শনে এই করুণ চিত্র উঠে এসেছে। এই তথ্য প্রকাশের পর, বাজারে তালিকাভুক্ত অ-কার্যকর (নন-পারফর্মিং) কোম্পানির সংখ্যা বেড়ে দাঁড়াল ৩১-এ।

শতভাগ রপ্তানিমুখী পোশাক প্রস্তুতকারক প্যাসিফিক ডেনিমস-এর কার্যক্রম খতিয়ে দেখতে ২২ অক্টোবর ডিএসই’র একটি পরিদর্শন দল কোম্পানিটির ফ্যাক্টরি পরিদর্শনে যায় এবং দেখে যে এটি সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। পরবর্তীতে স্টক এক্সচেঞ্জ তাদের ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করে বিনিয়োগকারীদের সতর্ক করে।

এর আগে, বাজারে মিথ্যা তথ্যের মাধ্যমে শেয়ারদর কারসাজির ঘটনা বাড়তে থাকায় ডিএসই তাদের ওয়েবসাইটে ৩০টি অ-কার্যকর বা বন্ধ কোম্পানির একটি তালিকা প্রকাশ করেছিল। প্যাসিফিক ডেনিমস-এর যুক্ত হওয়ায় এই সংখ্যা ৩১-এ পৌঁছাল।

কোম্পানিটির আর্থিক দুর্বলতা ও কমপ্লায়েন্স-জনিত সমস্যা দীর্ঘদিনের। কোম্পানি কর্মকর্তারা জানিয়েছেন, ২০১৬ সালে শেয়ারবাজার থেকে ৭৫ কোটি টাকা উত্তোলন করা এই কোম্পানিটি সাম্প্রতিক বছরগুলোতে তীব্র আর্থিক সংকটে ভুগছে। এরফলে, কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ অর্থবছরের জন্য ঘোষিত ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডও তার শেয়ারহোল্ডারদের কাছে বিতরণ করতে ব্যর্থ হয়। এর জের ধরে গত বছরের সেপ্টেম্বরে ডিএসই এটিকে 'জেড' ক্যাটাগরিতে নামিয়ে আনে এবং সেই ক্যাটাগরিতেই এর শেয়ার লেনদেন অব্যাহত রয়েছে।

অন্যদিকে, প্যাসিফিক ডেনিমস আর্থিক তথ্য প্রকাশের ক্ষেত্রেও নিয়ম মেনে চলছে না। সর্বশেষ মার্চ ২০২৪-এ তাদের তৃতীয় প্রান্তিকের ফলাফল প্রকাশের পর থেকে তারা আর কোনো আর্থিক প্রতিবেদন প্রকাশ করেনি। এমনকি ৩০ জুন, ২০২৫ অর্থবছর শেষ হওয়া সত্ত্বেও ডিএসই-এর ওয়েবসাইটে ২০২৫ অর্থবছরের কোনো আর্থিক প্রতিবেদন আপলোড করা হয়নি।

উল্লেখ্য, গত বছর জুনে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার পর কোম্পানিটি সাময়িকভাবে উৎপাদন বন্ধ করে দিয়েছিল। এরপর ২৪ জুন কারখানাটি পুনরায় চালু হলেও, বর্তমান ডিএসই-এর পরিদর্শনে কারখানাটি পুনরায় বন্ধ থাকার বিষয়টি স্পষ্ট হলো।

এএসএম/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত