ঢাকা, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২
জাতীয় নির্বাচন পিছানোর ষড়যন্ত্র চলছে: আযম খান

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান বলেছেন, দেশি ও বিদেশি ষড়যন্ত্রকারীরা জাতীয় নির্বাচন দীর্ঘস্থায়ী করার চেষ্টা করছে। তিনি বলেন, আমরা অন্তর্বর্তীকালীন সময় পার করছি এবং গণতন্ত্রের পথে ফেরার জন্য জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বুধবার দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের জেলা শাখার অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আহমেদ আযম খান বলেন, জাতীয় নির্বাচনই স্বাধীন সংসদ এবং গণতান্ত্রিক সরকারের পথপ্রদর্শক। কিন্তু গত ১৪ মাসে দেশি-বিদেশি চক্র বারবার নির্বাচন পিছিয়ে দিতে চেয়েছে।
তিনি সতর্ক করে বলেন, নির্বাচন পেছালে দেশের ক্ষতি হবে। কিছু রাজনৈতিক দল একই সময়ে ভোট চাইছে এবং রাস্তায় আন্দোলন করছে, যা গণতন্ত্রের জন্য সহায়ক নয়। তিনি বলেন, যদি আন্দোলনের নামে নির্বাচন ব্যাহত হয়, তার দায় আপনাদেরই নিতে হবে।
তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, নির্বাচনে জনগণ যাকে পছন্দ করবে, তাকেই ভোট দেবে। এই নির্বাচন হবে অবাধ ও নিরপেক্ষ।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা এটিএম মমতাজুল করিম। উদ্বোধন করেন টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ। অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, জেলা জামায়াতে ইসলামের আমির আহসান হাবিব মাসুদ, জেলা এনসিপির প্রধান সমন্বয়ক মাসুদুর রহমান রাসেল, শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রৌফ, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের জেলা শাখার সভাপতি আরিফুর রহমান এবং সাধারণ সম্পাদক শামীম আল মামুন প্রমুখ বক্তব্য রাখেন।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- খেলোয়াড়দের নিয়ন্ত্রণে শেয়ারবাজার, অসহায় নিয়ন্ত্রক সংস্থা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে কেডিএস এক্সেসরিজ
- ঘোষণা দিয়েও শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড দেয়নি ১৭ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে স্কয়ার টেক্সটাইল
- শেয়ারবাজারে হাহাকার, ৮ দিনে ৪২ হাজার কোটি টাকা গায়েব!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু এগ্রো
- ডিভিডেন্ড ঘোষণা করেছে শমরিতা হাসপাতাল
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি সরাসরি দেখুন(LIVE)
- লাফার্জহোলসিমের অন্তর্বর্তীকালিন ডিভিডেন্ড ঘোষণা
- মার্জিন ঋণ নিয়ে গুজব, বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান বিএসইসির
- লাফার্জ হোলসিমের উচ্চ মুনাফার 'অ্যাগ্রিগেটস' ব্যবসা
- পতন তান্ডবে শেয়ারবাজারে ছোটদের কফিনেও বড় পেরেক!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ১৭ কোম্পানির ডিভিডেন্ড
- শেয়ারবাজারের তালিকায় যুক্ত হলো আরও এক বন্ধ কোম্পানি