ঢাকা, বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২

শেয়ারবাজারে অস্থিরতার ছায়া, সতর্ক কৌশলে বিনিয়োগকারীরা

২০২৫ অক্টোবর ২২ ১৫:৩৩:৪৩

শেয়ারবাজারে অস্থিরতার ছায়া, সতর্ক কৌশলে বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক : নিয়ন্ত্রক সংস্থার ব্যর্থতায় শেয়ারবাজারে এক ধরণের অস্থিরতার মধ্য দিয়ে লেনদেন হচ্ছে। সাম্প্রতিক সময়ে ধারাবাহিক দরপতনে এই অস্থিরতা আর বেড়েছে। ডিভিডেন্ড মৌসুমেও বাজারে এর কোন ইতিবাচক প্রভাব নেই। বিনিয়োগকারীদের স্বার্থের কথা চিন্তা করে কোম্পানিগুলোও মুটামুটি ডিভিডেন্ড ঘোষণা করছে। তবে এর মধ্যেও কিছু কোম্পাানির ডিভিডেন্ড সংক্রান্ত সিদ্ধান্ত বিনিয়োগকারীদের হতাশ করেছে। এরপরও বিনিয়োগকারীরা বাজার নিয়ে আশাবাদী। যে কারণে অত্যন্ত সতর্কতার সাথে লেনদেন করছেন তারা।

আগেরদিন মঙ্গলবার দরপতন দিয়ে লেনদেন শেষ হলেও আজ বুধবার (২২ অক্টোবর) সামান্য উত্থান ঘটেছে সূচকের। তবে বেশিরভাগ কোম্পানির দর কমার পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে। এদিন লেনদেনের শুরু থেকে দুপুর পৌনে ১টা পর্যন্ত সূচকের অস্বাভাবি উঠানামার কারণে বাজারে অস্থিরতা দেখা দেয়। এর ফলে বিনিয়োগকারীরা আতঙ্কিত না হয়ে লোকসানে শেয়ার বিক্রি করেনি। যেহেতু বর্তমানে বিভিন্ন খাতের কোম্পানিগুলো ডিভিডেন্ড ঘোষণা করছে। তাই ডিভিডেন্ডের মাধ্যমে লোকসান কিছুটা পুষিয়ে নিতেই শেয়ার ধরে রাখছে, যা বর্তমান বাজার পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

বাজার সংশ্লিষ্টদের মতে, আগামী বছরের শুরুতেই জাতীয় নির্বাচণের মধ্য দিয়ে গঠিত হবে নতুন সরকার। ওই সময়ে গঠিত সরকার বাজার উন্নয়নে ইতিবাচক পদক্ষেপ নিলে বাজারে স্থায়ী স্থিতিশীলতা আসতে পারে। বর্তমানে যেহেতু ডিভিডেন্ড মৌসুম চলছে- তাই পতনের মধ্যে লোকসানে শেয়ার বিক্রি না করে ধরে রাখা সঠিক সিদ্ধান্ত মনে করছে তারা। যতক্ষণ শেয়ার বিক্রি না করা হবে, ততক্ষণ পর্যন্ত মুনাফা বা লোকসান কোনটাই হয় না। তবে বিনিয়োগকারীদেরকে ধৈর্য্য ধরে সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে।

আজ বুধবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫.৩৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৯৪.৬৯ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ০.৫৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭৭.৭৮ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৫.২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৭৪.১৭ পয়েন্টে।

আজ ডিএসইতে মোট ৩৯৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৪৫টির দর বেড়েছে, ১৭৮টির দর কমেছে এবং ৭৪টির দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ ৩.৫৫ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৪৭৮ কোটি ১ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ১২২ কোটি ৯৭ লাখ টাকা।

এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ১২ কোটি ২৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ১২ কোটি ২৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।

আজ সিএসইতে লেনদেন হওয়া ১৮৩টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭৫টির, কমেছে ৯২টির এবং পরিবর্তন হয়নি ১৬টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৩.২৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ২৮৯.৬৬ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ৩০.৩৮ পয়েন্ট বেড়েছিল।

এসএখান/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত