ঢাকা, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, দেখবেন যেভাবে

২০২৫ অক্টোবর ২১ ১৩:৫১:২৮

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, দেখবেন যেভাবে

স্পোর্টস ডেস্ক:ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। সিরিজ নিশ্চিত করার এই ম্যাচে টাইগাররা নেমেছে চার স্পিনার নিয়ে।

তাসকিন আহমেদের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। ফলে স্পিন বিভাগে আছেন সাকিব আল হাসান, মেহেদী মিরাজ, তানভীর ইসলাম ও নাসুম আহমেদ— চারজন স্পিনারই।

একইভাবে স্পিনে ভরসা রেখেছে ওয়েস্ট ইন্ডিজও। তাদের একাদশে জায়গা পেয়েছেন গুড়াকেশ মোতি, খেরি পেরি, রোস্টন চেজ ও সদ্য বাংলাদেশে পৌঁছানো আকিল হোসেন। বাদ পড়েছেন রোমারিও শেইফার্ড, তবে দলে আছেন আকিম আগুয়েস্তে।

দুই দলই স্পিন ঘূর্ণিতে বাজি ধরলেও দ্বিতীয় ওয়ানডে হচ্ছে প্রথম ম্যাচের উইকেটের পরিবর্তে মিরপুরের পঞ্চম স্ট্রিপে। প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হয়েছিল সপ্তম উইকেটে (প্রেস বক্সের বাম দিক থেকে)। তবুও ধারণা করা হচ্ছে, আজকের ম্যাচেও স্পিনাররাই প্রভাব বিস্তার করবেন।

টসের পর অধিনায়ক মিরাজ জানান, উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো মনে হচ্ছে। যদি ২৩০ থেকে ২৪০ রান তুলতে পারি, তাহলে জয়ের ভালো সুযোগ থাকবে।” তিনি আরও বলেন, গত ম্যাচে আমরা প্রায় ৩০ রান কম করেছিলাম, তাই এবার ৫০ ওভার ব্যাটিং করাই লক্ষ্য।

বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল শান্ত, তাওহীদ হৃদয়, মাহিদুল অঙ্কন, মেহেদী মিরাজ, নুরুল হাসান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ব্রেন্ডন কিং, আলিস আথানজে, কেসি কার্টি, শেই হোপ, শেরফান রাদারফোর্ড, আকিম আগুয়েস্তে, রোস্টন চেজ, জাস্টিন গ্রেভস, গুড়াকেশ মোতি, আকিল হোসেন, খেরি পেরি।

খেলা দেখতে ক্লিক করুন এই লিঙ্কে...

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত