ঢাকা, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২

আজ ঢাকায় দিনভর যেসব কর্মসূচি থাকছে

২০২৫ অক্টোবর ২১ ০৯:২২:০৫

আজ ঢাকায় দিনভর যেসব কর্মসূচি থাকছে

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকায় প্রতিদিনের মতো আজও (মঙ্গলবার, ২১ অক্টোবর) অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি দপ্তর এবং সংগঠনের নানা কর্মসূচি। সকালে শুরু হয়ে দিনজুড়ে চলবে সভা, সংবাদ সম্মেলন ও বৈঠক।

আজকের উল্লেখযোগ্য কর্মসূচিগুলোর তালিকা—

বিএনপির কর্মসূচি

আজ মঙ্গলবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হবে বিএনপির এক আলোচনা সভা, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানউল্লাহ আমান।

এছাড়া দুপুর ১২টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কূটনীতিকদের সঙ্গে বৈঠকে অংশ নেবেন।

গণ-অধিকার পরিষদ

গণ-অধিকার পরিষদের উদ্যোগে আজ সকাল ১১টায় হোটেল ওয়েস্টিনে অনুষ্ঠিত হবে এক সংবাদ সম্মেলন। এতে উপস্থিত থাকবেন সংগঠনের সভাপতি নুরুল হক নুর এবং সাধারণ সম্পাদক মো. রাশেদ খান।

ওয়ার্কার্স পার্টি

ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে আজ সকাল ১১টায় দলের সেগুনবাগিচাস্থ পার্টি অফিসে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টার কর্মসূচি

আজ বিকাল ৩টা ৩০ মিনিটে বিদ্যুৎ ভবনে অনুষ্ঠিত হবে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত