ঢাকা, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২

পাঁচ খাতের শতভাগ শেয়ার পজিটিভ

২০২৫ অক্টোবর ২১ ০৭:০০:৫২

পাঁচ খাতের শতভাগ শেয়ার পজিটিভ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে টানা পতনের পর সোমবার (২০ অক্টোবর) প্রত্যাশিত উত্থান দেখা গেছে। এদিন উত্থানকে আরও চমকপ্রদ করে তুলেছে পাঁচ খাতের প্রতিটি কোম্পানির শেয়ারদরের শতভাগ বৃদ্ধি। এই ব্যতিক্রমী ইতিবাচক প্রবণতা বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আস্থা সঞ্চার করেছে এবং বাজারে একটি শক্তিশালী আশার আলো দেখিয়েছে।

সপ্তাহের দ্বিতীয় দিনের লেনদেন শেষে দেখা যায়, পেপার অ্যান্ড প্রিন্টিং, টেলিযোগাযোগ, ভ্রমণ ও অবকাশ, সিরামিক এবং চামড়া—এই পাঁচটি খাতের শতভাগ শেয়ারদরই বেড়েছে। এই পাঁচটি খাতের মধ্যে পেপার অ্যান্ড প্রিন্টিং খাতে ৬টি, টেলিযোগাযোগ খাতে ৩টি, ভ্রমণ ও অবকাশ খাতে ৪টি, সিরামিক খাতে ৫টি এবং চামড়া খাতে ৫টি কোম্পানি তালিকাভুক্ত রয়েছে। অর্থাৎ, এই খাতের মোট ২৩টি কোম্পানির একটিরও এদিন দরপতন ঘটেনি।

এমন ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে সিরামিক খাতের মুন্নু সিরামিক, চামড়া খাতের সমতা লেদার এবং পেপার ও প্রিন্টিং খাতের সোনালী পেপার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষ তালিকায় স্থান করে নিয়েছে।

বাজার বিশ্লেষকরা মনে করছেন, যখন সামগ্রিক শেয়ারবাজার একটি বড় পতনের পর ঘুরে দাঁড়াতে শুরু করে, তখন এই ধরনের ছোট ও মাঝারি মূলধনী কোম্পানি এবং সুনির্দিষ্ট কিছু খাতে বিনিয়োগকারীদের সম্মিলিত আগ্রহ বাজারের ভিত্তি শক্তিশালী করার ইঙ্গিত দেয়। এই পাঁচটি খাতের সকল কোম্পানির শেয়ারদর বৃদ্ধি শেয়ারবাজারে একটি শক্তিশালী ইতিবাচক সংকেত দিয়েছে, যা আগামী দিনগুলোতে বাজারের গতিশীলতা ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এএসএম/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত