ঢাকা, সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

লাফার্জ হোলসিমের উচ্চ মুনাফার 'অ্যাগ্রিগেটস' ব্যবসা

২০২৫ অক্টোবর ২০ ২২:১০:০৯

লাফার্জ হোলসিমের উচ্চ মুনাফার 'অ্যাগ্রিগেটস' ব্যবসা

মোবারক হোসেন: শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের শীর্ষস্থানীয় বহুজাতিক কোম্পানি লাফার্জ হোলসিম বাংলাদেশ পিএলসির ব্যবসা বিশ্লেষণে একটি আকর্ষণীয় চিত্র উঠে এসেছে। ইবিএল সিকিউরিটিজের অনুসন্ধানী প্রতিবেদনে দেখা গেছে, সিমেন্টের বাজারে মন্দা থাকা সত্ত্বেও কোম্পানিটি তার উচ্চ মুনাফার ' অ্যাগ্রিগেটস' ব্যবসার মাধ্যমে শক্তিশালী আর্থিক ভিত্তি বজায় রেখেছে।

ইবিএল সিকিউরিটিজের প্রতিবেদন অনুযায়ী, লাফার্জ হোলসিমের মোট বিক্রয় আয়ের প্রায় ২০ শতাংশ আসে অ্যাগ্রিগেটস (পাথর ও বালির মতো সামগ্রী) ব্যবসা থেকে। তবে, এই ব্যবসা কোম্পানিটির মুনাফা অর্জনের প্রধান চালিকাশক্তি। সিমেন্ট এবং ক্লিঙ্কার থেকে যেখানে পরিচালন মুনাফার হার থাকে প্রায় ১৫ শতাংশ, সেখানে অ্যাগ্রিগেটস ব্যবসা থেকে এই মুনাফার হার আসে ৪৮ শতাংশ পর্যন্ত।

প্রতিবেদনে বলা হয়েছে, সিমেন্ট শিল্পে সামগ্রিক চাহিদা কমে যাওয়া, উৎপাদন ক্ষমতার অতিরিক্ততা এবং খুচরা মূল্য হ্রাসের চাপ থাকা সত্ত্বেও লাফার্জ হোলসিম গত পাঁচ বছরে তাদের মুনাফার মার্জিন স্থিতিশীল রাখতে সক্ষম হয়েছে।

২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকে লাফার্জ হোলসিম ঘুরে দাঁড়ানোর সুস্পষ্ট ইঙ্গিত দিয়েছে। এই সময়ে কোম্পানির সম্মিলিত রাজস্ব আয় পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় ৪.৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সিমেন্টের দাম প্রায় ১৫ শতাংশ কমা সত্ত্বেও এই প্রান্তিকে নিট মুনাফা বেড়েছে ২০.৪ শতাংশ।

ইবিএল সিকিউরিটিজের বিশ্লেষণ অনুসারে, লাফার্জ হোলসিম একটি ঋণমুক্ত কোম্পানি হিসেবে পরিচালিত হচ্ছে। জুন ২০২৫ পর্যন্ত তাদের হাতে প্রায় ৬০০ কোটি টাকা সংরক্ষিত মুনাফা (Retained Earnings) ছিল। এই শক্তিশালী আর্থিক ভিত্তি কোম্পানিটিকে যেকোনো প্রতিকূলতা মোকাবিলায় সাহায্য করছে।

কোম্পানিটি সর্বশেষ অর্থবছর ২০২৪-এর জন্য মোট ৩৮ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

ইবিএল সিকিউরিটিজ মনে করছে, কৌশলগতভাবে উচ্চ মুনাফার অ্যাগ্রিগেটস ব্যবসার ওপর মনোযোগ এবং বাজারে স্থিতিশীল অবস্থান বজায় রাখার কারণে লাফার্জ হোলসিম সিমেন্ট খাতের চ্যালেঞ্জগুলো কার্যকরভাবে মোকাবিলা করে চলেছে।

উল্লেখ্য, কোম্পানিটি আগামীকাল মঙ্গলবার চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-সেপ্টেম্বর ২০২৫) প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।

এএসএম/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত