ঢাকা, বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২
ডেঙ্গুতে প্লাটিলেট বাড়াতে সাহায্য করে যেসব সুপারফল
.jpg)
লাইফস্টাইল ডেস্ক: শহরে ডেঙ্গুর তীব্র প্রভাব দেখা দিচ্ছে। আট থেকে আশি প্রায় সকল বয়সের মানুষ এই জ্বরে আক্রান্ত হচ্ছেন। অনেকের জীবনও ঝুঁকির মুখে পড়ছে। তাই ডেঙ্গু থেকে বাঁচতে সচেতন থাকা এখন সময়ের দাবি।
ডেঙ্গু আক্রান্ত হলে শরীরে প্লেটলেটের সংখ্যা হু হু করে কমতে থাকে, যা পরিস্থিতিকে আরও গুরুতর করে তোলে। স্বাভাবিক অবস্থায় প্রতি মাইক্রোলিটার রক্তে প্লেটলেটের সংখ্যা থাকে প্রায় ১.৫ লক্ষ থেকে ৪.৫ লক্ষ। প্লেটলেটের এই সংখ্যা কমতে শুরু করলে অভ্যন্তরীণ রক্তপাত (ইন্টারনাল ব্লিডিং) ঘটার ঝুঁকি বাড়ে। তাই প্লেটলেটের সংখ্যা স্বাভাবিক মাত্রায় বজায় রাখা অত্যন্ত জরুরি।
বেশ কিছু ফল প্লাটিলেট কাউন্ট বাড়াতে ম্যাজিকের মতো কাজ করে। প্লাটিলেট বাড়াতে কোন কোন ফল খাবেন? চলুন জেনে নেওয়া যাক-
১) পেঁপে
প্লাটিলেট কাউন্ট স্বাভাবিক করে তুলতে অব্যর্থ পেঁপে (Papaya)। এই গাছের পাতাও প্লাটিলেট বাড়াতে সক্ষম। বিশেষত ডেঙ্গু জ্বরের মতো রোগে এটি খুবই উপকারী।
পেঁপে ও পেঁপে পাতায় থাকা ভিটামিন, খনিজ ও অ্যান্টি অক্সিডেন্টগুলো সামগ্রিক রক্তস্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করে।
২) কিউই
এই তালিকার প্রথমেই রয়েছে কিউই (Kiwi)। প্লাটিলেট কাউন্ট স্বাভাবিক করে তুলতে সবুজ এই ফলের জুড়ি মেলা ভার। কিউই ফলে থাকে ভিটামিন কে (Vitamin K) যা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে।
আরও থাকে প্রচুর পরিমাণ ভিটামিন সি ও অ্যান্টি অক্সিডেন্ট যা প্লাটিলেট কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে। আবার কিউইতে থাকা ফোলেট নতুন রক্তকোষ ও প্লাটিলেট উৎপাদনে অস্থিমজ্জাকে উদ্দীপিত করে।
৩) বেদানা
প্লাটিলেটের মাত্রা বাড়াতে খেতে পারেন বেদানাও। এতে আয়রন এবং অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি ও খনিজ উপাদান রয়েছে। এটি শরীরের ক্লান্তি কাটিয়ে উঠতে এবং প্লাটিলেটের স্বাভাবিক মাত্রা বজায় রাখতে উপকারী।
৪) আমলকি
প্লাটিলেট কাউন্ট বাড়িয়ে তুলতে আমলকিও দারুণ কাজ করে। এই টক কষা ফলে ভরপুর পরিমাণে ভিটামিন সি (Vitamin C) থাকে। যা প্লাটিলেট বাড়িয়ে তোলে।
অ্যান্টি অক্সিডেন্ট প্রচুর পরিমাণে থাকায় প্লাটিলেট কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে আমলকি। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে ভাইরাসকে দুর্বল করে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- খেলোয়াড়দের নিয়ন্ত্রণে শেয়ারবাজার, অসহায় নিয়ন্ত্রক সংস্থা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে কেডিএস এক্সেসরিজ
- ঘোষণা দিয়েও শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড দেয়নি ১৭ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে স্কয়ার টেক্সটাইল
- শেয়ারবাজারে হাহাকার, ৮ দিনে ৪২ হাজার কোটি টাকা গায়েব!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু এগ্রো
- বস্ত্র খাতের ৮ কোম্পানিতে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ
- পতন তান্ডবে শেয়ারবাজারে ছোটদের কফিনেও বড় পেরেক!
- মার্জিন ঋণ নিয়ে গুজব, বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান বিএসইসির
- লাফার্জ হোলসিমের উচ্চ মুনাফার 'অ্যাগ্রিগেটস' ব্যবসা
- শেয়ারবাজারে সচেতনতা বাড়াতে এবার যুক্ত হচ্ছে মাঠ প্রশাসন
- লাফার্জহোলসিমের অন্তর্বর্তীকালিন ডিভিডেন্ড ঘোষণা
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ১৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা করেছে বিএসআরএম লিমিটেড
- মার্জিন ঋণ আতঙ্কে হঠাৎ ধস নামলো শেয়ারবাজারে!