ঢাকা, সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

তালিকাভুক্ত কোম্পানির ১১ লাখ শেয়ার হস্তান্তর

২০২৫ অক্টোবর ২০ ১৪:০৩:৪২

তালিকাভুক্ত কোম্পানির ১১ লাখ শেয়ার হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান ব্যাংক এশিয়া লিমিটেডের উদ্যোক্তা পরিচালক পর্যায়ে উল্লেখযোগ্য শেয়ার হস্তান্তর হয়েছে। কোম্পানির অন্যতম উদ্যোক্তা শেয়ারহোল্ডার এম. সাইদুজ্জামান নমিনেশন প্রক্রিয়ার মাধ্যমে বিপুল সংখ্যক শেয়ার পেয়েছেন।

কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে যে, উদ্যোক্তা শেয়ারহোল্ডার এম. সাইদুজ্জামান তাঁর প্রয়াত ছেলে মোহাম্মদ ইরফান সৈয়দ-এর কাছ থেকে নমিনেশন প্রক্রিয়ায় মোট ১০ লক্ষ ৮৪ হাজার ৭২১টি শেয়ার গ্রহণ করবেন।

এই ধরনের শেয়ার হস্তান্তর মূলত পারিবারিক উত্তরাধিকার বা নমিনেশন প্রক্রিয়া অনুসরণ করে সম্পন্ন হয়ে থাকে। যদিও এই হস্তান্তর কোম্পানির মোট শেয়ার কাঠামোতে সরাসরি কোনো পরিবর্তন আনবে না, তবে উদ্যোক্তাদের হাতে থাকা শেয়ারের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় তা বাজারে একটি ইতিবাচক বার্তা দিতে পারে।

এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এম. সাইদুজ্জামান বর্তমানে কেবল একজন উদ্যোক্তা শেয়ারহোল্ডার, কিন্তু উদ্যোক্তা পরিচালক নন। এই বিপুল সংখ্যক অতিরিক্ত শেয়ার গ্রহণের ফলে তাঁর হাতে থাকা মোট শেয়ারের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। এই পরিস্থিতিতে, শেয়ারবাজারের বিশ্লেষকরা মনে করছেন যে এই শেয়ার গ্রহণের ফলে ভবিষ্যতে তাঁর পরিচালনা পর্ষদে উদ্যোক্তা পরিচালক হিসেবে আসার একটি জোরালো সম্ভাবনা তৈরি হতে পারে।

এএসএম/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত