ঢাকা, সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২

বিএসআরএম গ্রুপের ৪০০ কোটি টাকার সম্প্রসারণ পরিকল্পনা

২০২৫ অক্টোবর ২০ ০০:২৩:২৮

বিএসআরএম গ্রুপের ৪০০ কোটি টাকার সম্প্রসারণ পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক: দেশের শীর্ষস্থানীয় ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠান বিএসআরএম গ্রুপ শিল্প খাতে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করার লক্ষ্যে একটি মেগা সম্প্রসারণ পরিকল্পনা ঘোষণা করেছে। এই পরিকল্পনার মূল অংশ হিসেবে উচ্চ মানের বোল্ট ও নাট উৎপাদনের জন্য বাংলাদেশে একটি অত্যাধুনিক উৎপাদন কারখানা স্থাপন করা হবে। মূল্য সংবেদনশীল এক বিবৃতিতে কোম্পানিটি গুরুত্বপূর্ণ এ তথ্য জানিয়েছে।

বিএসআরএম গ্রুপের এই উচ্চাকাঙ্ক্ষী সম্প্রসারণ কৌশলের অংশ হিসেবে শুধুমাত্র বোল্ট ও নাট কারখানাই নয়, একই সাথে একটি বৃহৎ 'ওয়্যার রড পিকলিং স্টেশন' স্থাপন এবং তাদের ওয়্যার বিভাগের সামগ্রিক উৎপাদন ক্ষমতা বাড়ানোর প্রস্তাবও করা হয়েছে। এই পদক্ষেপগুলো ইস্পাত ও ওয়্যার-জাতীয় পণ্যের বাজারে বিএসআরএম-এর একচ্ছত্র আধিপত্য ধরে রাখতে সহায়ক হবে।

এই সম্প্রসারণ উদ্যোগকে কার্যকর করতে বিএসআরএম লিমিটেড ও বিএসআরএম স্টিল—শেয়ারবাজারে তালিকাভুক্ত এই দুটি প্রতিষ্ঠানই বিএসআরএম ওয়্যারস লিমিটেডের শেয়ার কেনার মাধ্যমে প্রত্যেকে ২০০ কোটি টাকা করে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ, নতুন কারখানা স্থাপন ও উৎপাদন ক্ষমতা বাড়াতে এই দুটি কোম্পানি সম্মিলিতভাবে ৪০০ কোটি টাকার কৌশলগত বিনিয়োগ করছে। এই বিনিয়োগের প্রধান লক্ষ্য হলো বিএসআরএম গ্রুপের পোর্টফোলিওতে বৈচিত্র্য আনা এবং ইস্পাত ও ওয়্যার-জাতীয় পণ্যের বাজারে তাদের নেতৃত্বকে আরও শক্তিশালী করা।

নতুন এই অত্যাধুনিক কারখানায় বিভিন্ন ধরনের উচ্চ মানের ওয়্যার-জাতীয় পণ্য উৎপাদনের ওপর জোর দেওয়া হবে। এর মধ্যে গুরুত্বপূর্ণ হলো: লো রিলাক্সেশন প্রিস্ট্রেসড কংক্রিট (এলআরপিসি) ওয়্যার, ওয়েল্ডিং ইলেকট্রোড, এসিএসআর কোর ওয়্যার এবং চেইন-লিঙ্ক ফেন্স-সহ অন্যান্য বিশেষায়িত পণ্য।

বিএসআরএম আশাবাদী যে, এই বিশাল উদ্যোগ শুধু শেয়ারহোল্ডারদের মূল্য বৃদ্ধি করবে না, বরং দেশে ইন্ডাস্ট্রিয়াল ফাস্টেনার এবং বিশেষায়িত ওয়্যার-জাতীয় পণ্যের যে ক্রমবর্ধমান চাহিদা রয়েছে, তা মেটাতেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

এএসএম/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত