ঢাকা, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২

বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে যে সমীকরণের মুখোমুখি বাংলাদেশ

২০২৫ অক্টোবর ১৯ ১৭:৪৬:৪১

বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে যে সমীকরণের মুখোমুখি বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: নারী বিশ্বকাপের লিগ পর্বের শেষ ৯টি ম্যাচ বাকি থাকলেও, সেমিফাইনালের টিকিট ইতিমধ্যেই নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। বাকি দুটি সেমিফাইনাল পদের জন্য ৬টি দল তীব্র প্রতিদ্বন্দ্বিতায় লড়ছে, যেখানে ক্ষীণ আশায় টিকে আছে বাংলাদেশ নারী দল।

নিগার সুলতানার নেতৃত্বাধীন বাংলাদেশ দল এখন পর্যন্ত পাঁচটি ম্যাচে মাত্র একটি জয় পেয়েছে। তাদের সংগ্রহ ২ পয়েন্ট এবং -০.৬৭৬ রানরেট, যা তাদের লিগ টেবিলের পঞ্চম স্থানে স্থিত করেছে। সেমিফাইনালে পৌঁছানোর জন্য তাদের পরবর্তী দুই ম্যাচ – শ্রীলঙ্কা ও ভারতের বিপক্ষে – জয় করতে হবে, তবে শুধু জয়ই যথেষ্ট নয়; বড় ব্যবধানে জয় নিশ্চিত করতে হবে, যেন রানরেট উন্নত হয়।

বাংলাদেশের ভাগ্যও ইংল্যান্ডের পারফরম্যান্সের ওপর নির্ভরশীল। অর্থাৎ ইংল্যান্ডকে ভারতের বিপক্ষে জয় অর্জন করতে হবে এবং নিউজিল্যান্ডের বিপক্ষে জেতা প্রয়োজন, যাতে বাংলাদেশ সেমিফাইনালে টিকে থাকতে পারে। এই পরিস্থিতি রানরেটের তফাতকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে।

অন্যদিকে, ভারত সেমিফাইনালের দৌড়ে শক্ত অবস্থানে আছে। হাতে থাকা তিনটি ম্যাচে জয়লাভ করলে তারা সরাসরি সেমিফাইনালে উঠে যাবে। পাকিস্তানও তাদের বাকি দুই ম্যাচে (দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা) জয়লাভ নিশ্চিত করতে হবে, এবং নেট রানরেট বাড়াতে বড় ব্যবধানে জয় পাওয়ার চেষ্টা করতে হবে, যাতে নিউজিল্যান্ডকে পিছনে ফেলা যায়।

নিউজিল্যান্ডও সেমিফাইনালের সম্ভাবনায় আছে, তবে তাদের জন্য বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের ফলাফলের ওপর সবকিছু নির্ভর করছে। বাকি ম্যাচগুলোতে বড় ব্যবধানে জয় অর্জন তাদের জন্য অপরিহার্য।

মোটের উপর, নারী বিশ্বকাপে সেমিফাইনালের লড়াই এখন তীব্র। নিশ্চিত দুটি দল থাকলেও, বাকি দুটি জায়গার জন্য উত্তেজনা ও কৌশলের লড়াই চলছে। বাংলাদেশকেও শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে, এবং বড় জয় ছাড়া তাদের সেমিফাইনাল স্বপ্ন ঝুঁকিতে।

বিশ্বকাপের এই পর্যায়ে প্রতিটি জয়, প্রতিটি রানরেট এবং প্রতিটি ম্যাচের ফলাফলের গুরুত্ব অপরিসীম। খেলোয়াড়দের চাপ ও মনোযোগ সর্বোচ্চ রাখার দরকার, কারণ এক ছোট ভুলও সেমিফাইনালের সম্ভাবনাকে প্রভাবিত করতে পারে।

এমজে

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত