ঢাকা, সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২

বিএনপি ক্ষমতায় এলে চিকিৎসায় আমূল পরিবর্তন আনবে: তারেক রহমান

২০২৫ অক্টোবর ১৯ ০০:৪৪:৩৪

বিএনপি ক্ষমতায় এলে চিকিৎসায় আমূল পরিবর্তন আনবে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তার দল যদি জনগণের ভালোবাসায় ক্ষমতায় আসতে পারে, তবে চিকিৎসা ক্ষেত্রে আমূল পরিবর্তন আনা হবে। তিনি অঙ্গীকার করেছেন যে, ভবিষ্যতে কোনো রোগীকে আর হাসপাতালের মেঝেতে শুয়ে থাকতে হবে না এবং সরকারি হাসপাতালের পাশাপাশি প্রাইভেট হাসপাতালেও অতিরিক্ত রোগীদের চিকিৎসার ব্যবস্থা করা হবে, যাতে কেউ চিকিৎসাবঞ্চিত না হয়।

শনিবার বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়িতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প শেষে এক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সরকার গঠন করলে ফ্যামিলি কার্ড ও কৃষকদের জন্য ফারমার্স কার্ড দেওয়া হবে। শিক্ষার্থীদের বিভিন্ন ভাষা শেখানো এবং ভালো প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে, যাতে তারা ভালো চাকরি পায় বা নিজেই কর্মসংস্থান সৃষ্টি করে অর্থনীতিতে অবদান রাখতে পারে।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে তিনি বলেন, এই অনুষ্ঠানের মাধ্যমে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আদর্শের সৈনিকদের গড়ে তুলতে হবে, যারা সাধারণ মানুষের মাঝে নিজেদের বিলিয়ে দেবেন এবং বিপদে-আপদে তাদের পাশে দাঁড়াবেন। তিনি বলেন, রাজনীতি মানুষের জন্য, তাই নারী, শিক্ষা, বয়স্ক, চিকিৎসা, কৃষক ও কৃষি বিষয়ে পরিকল্পনা করা হচ্ছে। মানুষ যাতে কম অসুস্থ হয়, সে বিষয়ে সচেতনতা সৃষ্টি করার ওপরও তিনি জোর দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান। তিনি মানবসভ্যতার ক্রান্তিলগ্নে আর্তমানবতার সেবায় প্রত্যেকে নিজ নিজ অবস্থানে কাজ করার গুরুত্ব তুলে ধরেন।

ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ আলিম ডোনারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু। শুভেচ্ছা বক্তব্য দেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ আলমগীর পাভেলসহ আরও অনেকে।

এর আগে বাগবাড়ী শহীদ জিয়া কলেজ মাঠে প্রায় সাত হাজার অসহায় ও দরিদ্র রোগীর মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়। এই সেবায় ১৭০ জন চিকিৎসক, যার মধ্যে ৮০ জন বিশেষজ্ঞ চিকিৎসক, সারাদিন ধরে রোগীদের চিকিৎসা প্রদান করেন।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত