ঢাকা, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২
সূচক ওঠানামার নেপথ্যে শীর্ষ নায়ক-খলনায়ক যারা

আবু তাহের নয়ন
সিনিয়র রিপোর্টার

আবু তাহের নয়ন: প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মোট বাজার মূলধনের একটি উল্লেখযোগ্য অংশ দশটি কোম্পানির হাতে কেন্দ্রীভূত। এই কোম্পানিগুলোই দেশের শেয়ারবাজার-এর গতি-প্রকৃতি নির্ধারণে মূল ভূমিকা পালন করে। এদের দর ওঠানামা সামগ্রিক সূচককে প্রভাবিত করে বলে এদেরকেই বাজারের 'মার্কেট মেকার' বা শীর্ষ নায়াক-খলনায়ক বলা যায়।
ইবিএল সিকিউরিটিজ সপ্তাহের বাজার পর্যালোচনায় জানিয়েছে, বাজার মূলধনের দিক থেকে শীর্ষে বর্তমানে অবস্থান করছে গ্রামীণফোন। কোম্পানিটির মূলধন ৩৮ হাজার ৮৭৫ কোটি ১০ লাখ টাকা, যা ডিএসইর মোট বাজার মূলধনের ১১.৩৩ শতাংশ।
এরপরে রয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস, যার মূলধন ১৮ হাজার ৫২৬ কোটি ৮০ লাখ টাকা এবং বাজারে অবদান ৫.৪০ শতাংশ।
রবি আজিয়াটা ১৫ হাজার ৩৪৭ কোটি ১০ লাখ টাকা মূলধন নিয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে, যার অবদান ৪.৪৭ শতাংশ।
চতুর্থ অবস্থানে রয়েছে বহুজাতিক কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, যার মূলধন ১৩ হাজার ৭৩৭ কোটি ৬০ লাখ টাকা এবং বাজার দখল ৪.০০ শতাংশ।
এই শীর্ষ দশের তালিকায় রয়েছে ব্র্যাক ব্যাংক, যার মূলধন ১৩ হাজার ৬৫৮ কোটি ৭০ লাখ টাকা এবং বাজারের অবদান ৩.৯৮ শতাংশ।
এরপরই আছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ, যার মূলধন ১২ হাজার ৯৯৯ কোটি টাকা, যা ৩.৭৯ শতাংশ বাজার নিয়ন্ত্রণ করছে।
বেক্সিমকো ১০ হাজার ৩৫০ কোটি ৭০ লাখ টাকা মূলধন নিয়ে ৩.০২ শতাংশ বাজার দখল করে আছে।
অন্য গুরুত্বপূর্ণ কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ম্যারিকো ৮ হাজার ৭০৯ কোটি ৪০ লাখ টাকা), ইউনাইটেড পাওয়অর ৮ হাজার ৬৯ কোটি ৪০ লাখ টাকা এবং বার্জার পেইন্টস ৬ হাজার ৫৯৩ কোটি টাকা, যা ১.৯২ শতাংশ বাজার মূলধন ধারণ করে।
বাজার বিশ্লেষকদের মতে, এই দশটি কোম্পানিই শেয়ারবাজার-এর মূল স্তম্ভ। এদের শেয়ারের দামে স্থিতিশীলতা বা বড় ধরনের পরিবর্তন ডিএসইর প্রধান সূচকের জন্য অত্যন্ত সংবেদনশীল। এই 'মার্কেট মেকার' কোম্পানিগুলোর কার্যক্রমে স্বচ্ছতা ও শক্তিশালী আর্থিক ভিত্তি শেয়ারবাজার-এর সার্বিক আস্থা ধরে রাখার জন্য অপরিহার্য। তাই সকল বিনিয়োগকারীর এদের কার্যক্রমের ওপর তীক্ষ্ণ নজর রাখা উচিত।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আফগানিস্তান, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ৪০ বছরের ইতিহাসে ডিভিডেন্ডে নজির ভাঙল এপেক্স ট্যানারি
- ডিভিডেন্ড ঘোষণায় রেকর্ড ভাঙ্গল লঙ্কাবাংলা ফাইন্যান্স!
- শেয়ারবাজারে সাড়ে ৬ হাজার কোটি টাকার নতুন তদন্তে বিএসইসি
- একদিনে 'এ' ক্যাটাগরিতে ফিরল দুই কোম্পানি
- বস্ত্র খাতের ৮ কোম্পানিতে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ
- মার্জিন ঋণ আতঙ্কে হঠাৎ ধস নামলো শেয়ারবাজারে!
- বাংলাদেশ বনাম আফগানিস্তান,ফ্রিতে দেখবেন যেভাবে
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত ৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত তিন কোম্পানি
- ১৪ অক্টোবর: এক নজরে শেয়ারবাজারের ২০ খবর
- শেয়ারবাজার কি ধ্বংসের পথে? আর কত রক্তক্ষরণ?
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: নোমান আলীর শিকার মার্করাম
- ১০ কোম্পানির কারণে ৩ মাস পেছনে গেল শেয়ারবাজার