ঢাকা, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২

দায়সারাভাবে স্বাক্ষর প্রক্রিয়া গ্রহণযোগ্য নয়: সারজিস

২০২৫ অক্টোবর ১৭ ২১:০৫:৪০

দায়সারাভাবে স্বাক্ষর প্রক্রিয়া গ্রহণযোগ্য নয়: সারজিস

নিজস্ব প্রতিবেদক: এনসিপি জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের ধারা যথেষ্ট দায়িত্বশীল নয়, তাই তারা জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেয়নি। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে পঞ্চগড় সদর উপজেলার টুনিরহাট শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এ মন্তব্য করেন।

সারজিস আলম বলেন, ‘‘অনেক গুরুত্বপূর্ণ বিষয় স্পষ্ট না করে যখন তাড়াহুড়ো করে স্বাক্ষর নেওয়া হয়, তখন মনে হয় অন্তর্বর্তীকালীন সরকার জনগণের আকাঙ্খা ও নিরাপত্তা ভাবছে না, শুধু নিজেদের নিরাপত্তা নিয়ে ভাবছে। এই দায়সারাভাবে স্বাক্ষর করা প্রক্রিয়া গ্রহণযোগ্য নয়।’’

তিনি আরও বলেন, ‘‘সেফ এক্সিট মানে দেশ ছেড়ে পালানো নয়। মূল উদ্দেশ্য হলো কোনোভাবে জুলাই সনদ স্বাক্ষর করা, যাতে নির্বাচনের পথ সুগম হয়। তবে সংস্কার বা আইনি ভিত্তি থাকুক বা না থাকুক, পরবর্তী নির্বাচিত সরকার তা বাস্তবায়ন করবে বা না করবে, এটা নিয়ে উদ্বেগ আছে।’’

এনসিপি নেতা অভিযোগ করেন, ‘‘জুলাই সনদে আমরা নতুন কিছু চাইনি। আমরা চাইেছিলাম প্রধান উপদেষ্টা আদেশ জারি করবেন। ফ্যাসিস্ট সরকারের কাছ থেকে আমরা কোনো স্বীকৃতি চাইনি। ঘোষণাপত্রে বহু ছাড় দিয়েছি, কিন্তু কার্যকর কিছু দেখা যায়নি। এরকম হলে কিছুদিন পর অভ্যুত্থান অপ্রয়োজনীয় হয়ে যেতে পারে, আবার কিছু যোদ্ধাকে বিভিন্নভাবে মামলা দিয়ে ভয় দেখানো হতে পারে।’’

তিনি কড়া ভাষায় বলেন, ‘‘জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যোদ্ধা ও শহীদ পরিবারের জন্য মর্যাদার আসন থাকা উচিত ছিল। কিন্তু সেখানে একটি রাজনৈতিক দলকেন্দ্রিক মিলনমেলা হয়েছে। অতঃপর পুলিশের লাঠিচার্জ, টিয়ারসেল ও রাবার বুলেট ব্যবহার দুঃখজনক ও অপ্রত্যাশিত। এই আচরণ জুলাই যোদ্ধাদের সঙ্গে মেনে নেওয়া যায় না।’’

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ঢাকার আকাশে উড়ছে খাবার

ঢাকার আকাশে উড়ছে খাবার

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে খাদ্য সরবরাহ ব্যবস্থায় নতুন প্রযুক্তির সূচনা ঘটেছে। জাপানি রেস্টুরেন্ট ইজাকায়া ঢাকায় একদিনের পরীক্ষামূলক কার্যক্রমে ড্রোন ব্যবহার... বিস্তারিত