ঢাকা, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২

আবু ত্বহা: যেসব নির্যাতনের অভিযোগ স্ত্রীর

২০২৫ অক্টোবর ১৬ ১৮:১৯:১৯

আবু ত্বহা: যেসব নির্যাতনের অভিযোগ স্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: আলোচিত ইসলামিক বক্তা আবু ত্বহা মোহাম্মদ আদনানের বিরুদ্ধে নতুন অভিযোগ উঠেছে। তার স্ত্রী সাবিকুন নাহার দাবি করেছেন, বিয়ের পর থেকেই তিনি শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন।

বুধবার (১৫ অক্টোবর) রাতে এক লাইভ টক শোতে যুক্ত হয়ে সাবিকুন নাহার এসব বিস্ফোরক অভিযোগ উত্থাপন করেন।

তিনি জানান, বিয়ের পর থেকে আবু ত্বহা আমাকে প্রায় নিয়মিত শাসনের নামে মারধর করেছেন। এমনকি মারধরের ফলে আমি অসুস্থ হয়ে পড়লেও তিনি আমার খোঁজ নেয়নি।

তিনি আরও বলেন, ত্বহা প্রায় দুই-দিন অন্তর অন্তর তাঁকে মারধর করতেন এবং বাসায় চিৎকার-চেঁচামেচি করে ভাঙচুর করতেন। তবে এসব ভাঙচুরের প্রমাণ থাকা সত্ত্বেও ত্বহা তা অস্বীকার করে অন্যদের কাছে মিথ্যা তথ্য উপস্থাপন করেছেন।

সাবিকুন নাহার অভিযোগ করেছেন, তিনি নিজে না খেয়ে স্বামীকে খাওয়াতেন, কিন্তু ত্বহায় কোনো কৃতজ্ঞতা বা সম্মান নেই। তিনি আরও বলেন, ত্বহা ‘যা ইচ্ছা তাই’ করার আচরণ করে তার গোছানো সংসারকে ধ্বংস করেছেন। ত্বহার কিছু সমর্থকও তাদের কাছে গালিগালাজ করছেন বলে অভিযোগ করেছেন সাবিকুন নাহার।

এই ঘটনা পরিপ্রেক্ষিতে সমালোচকরা সামাজিক মাধ্যমে এবং বিভিন্ন সংবাদমাধ্যমে ত্বহার আচরণ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত