ঢাকা, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২

শেয়ারবাজারে আলোচনায় এবার ৩৮ কোটি টাকার শেয়ার উপহার

মোবারক হোসেন
মোবারক হোসেন

রিপোর্টার

২০২৫ অক্টোবর ১৬ ১৩:৪৩:২৩

শেয়ারবাজারে আলোচনায় এবার ৩৮ কোটি টাকার শেয়ার উপহার

মোবারক হোসেন: শেয়ারবাজারে তালিকাভুক্ত আইসক্রিম প্রস্তুতকারক কোম্পানি লাভেলো আইসক্রিম-এর উদ্যোক্তা পরিচালক মো. একরামুল হক তাঁর পরিবারের সদস্যদের মধ্যে প্রায় ৩৮ কোটি টাকা বাজারমূল্যের বিপুল পরিমাণ শেয়ার উপহার হিসেবে হস্তান্তর করার সিদ্ধান্ত নিয়েছেন। বর্তমানে কোম্পানির শেয়ার প্রতি ৯৪ টাকায় লেনদেন হচ্ছে, যার ভিত্তিতে এই উপহারের মোট মূল্য দাঁড়ায় ৩৭ কোটি ৬০ লাখ টাকা।

কোম্পানির পক্ষ থেকে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) জানানো হয়েছে, কোম্পানিটির উদ্যোক্তা পরিচালক মো. একরামুল হক তাঁর দুই কন্যা এবং এক ভাইকে মোট ৪০ লাখ শেয়ার উপহার হিসেবে দেবেন। এই শেয়ার প্রচলিত ট্রেডিং সিস্টেমের বাইরে 'উপহার' হিসেবে হস্তান্তরিত হবে।

লাভেলো আইসক্রিমের শেয়ার বর্তমানে ৯৪ টাকায় লেনদেন হচ্ছে, তাই এই উপহারের মোট মূল্য প্রায় ৩৮ কোটি টাকা দাঁড়াবে। এই হস্তান্তরের বিস্তারিত বিবরণ নিম্নরূপ:

• দুই কন্যা (পরিচালক) মুহসিনিনা শারিকা একরাম এবং ১০ লাখ করে, মোট ২০ লাখ শেয়ার উপহার হিসেবে দেবেন। তাঁর এই দুই কন্যা বর্তমানে কোম্পানির পরিচালক পদে অধিষ্ঠিত আছেন।

• ভ্রাতা (সাধারণ শেয়ারহোল্ডার): তিনি তাঁর ভাই মো. জাহেদুল হক-কে ২০ লাখ শেয়ার উপহার হিসেবে দিতে চান। জাহেদুল হক বর্তমানে কোম্পানির একজন সাধারণ শেয়ারহোল্ডার হিসেবে রয়েছেন।

একরামুল হক আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ট্রেডিং সিস্টেমের বাইরে এই শেয়ারগুলো হস্তান্তর সম্পন্ন করার আগ্রহ প্রকাশ করেছেন।

প্রসঙ্গত, তালিকাভুক্ত কোম্পানির পরিচালক বা উদ্যোক্তাদের পক্ষ থেকে তাঁদের আত্মীয়-স্বজনের মধ্যে শেয়ার হস্তান্তরের এই প্রক্রিয়াটি শেয়ারবাজারে একটি সাধারণ ঘটনা। তবে একবারে প্রায় ৩৮ কোটি টাকা বাজারমূল্যের ৪০ লাখ শেয়ার উপহার দেওয়ার বিষয়টি বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ করেছে। যেহেতু এই শেয়ারগুলো কোম্পানির ভেতরের ব্যক্তি—অর্থাৎ পরিচালক এবং সাধারণ শেয়ারহোল্ডারদের মধ্যে স্থানান্তরিত হচ্ছে, তাই সাধারণভাবে এটিকে কোম্পানির ব্যবস্থাপনা কাঠামোর একটি অভ্যন্তরীণ মালিকানা পুনর্গঠন হিসেবে দেখা যেতে পারে। এই হস্তান্তরের ফলে কোম্পানির মোট পরিশোধিত মূলধন বা বাজারে থাকা শেয়ারের সংখ্যায় কোনো পরিবর্তন আসবে না।

উল্লেখ্য, যে অংশটি সাধারণ শেয়ারহোল্ডারদের নামে হস্তান্তরিত হচ্ছে, তা ভবিষ্যতে কোনো প্রকার ঘোষণা বা বাধ্যতামূলক নিয়ম ছাড়াই বাজারে বিক্রি করা যেতে পারে। অন্যদিকে, পরিচালকদের হাতে থাকা শেয়ার বিক্রির ক্ষেত্রে বাজারে ঘোষণা দেওয়াসহ বিভিন্ন বিধিনিষেধ ও বাধ্যবাধকতা রয়েছে।

এর আগে, ঢাকা ব্যাংকের উদ্যোক্তা পরিচালক মির্জা আব্বাসের ছেলের পক্ষ থেকে তাঁর মাকে প্রায় ৩০ কোটি টাকার শেয়ার উপহার দেওয়ার ঘটনাও শেয়ারবাজারে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।

এএসএম/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ঢাকার আকাশে উড়ছে খাবার

ঢাকার আকাশে উড়ছে খাবার

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে খাদ্য সরবরাহ ব্যবস্থায় নতুন প্রযুক্তির সূচনা ঘটেছে। জাপানি রেস্টুরেন্ট ইজাকায়া ঢাকায় একদিনের পরীক্ষামূলক কার্যক্রমে ড্রোন ব্যবহার... বিস্তারিত