ঢাকা, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২

জুলাই সনদে স্বাক্ষরের আগে বাস্তবায়ন আদেশের খসড়া দেখতে চান এনসিপি

২০২৫ অক্টোবর ১৬ ১২:০৬:৩৩

জুলাই সনদে স্বাক্ষরের আগে বাস্তবায়ন আদেশের খসড়া দেখতে চান এনসিপি

নিজস্ব প্রতিবেদক: জুলাই সনদের আইনিভিত্তি ছাড়া অর্ডারে স্বাক্ষর করা মূল্যহীন হবে জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সেই বিষয়টি নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা অনুষ্ঠানে অংশীদার হবো না।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে দলের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, যদি আইনিভিত্তি ছাড়া এবং অর্ডারের বিষয়ে নিশ্চিত না হয়ে আমরা স্বাক্ষর করি, সেটা হবে মূল্যহীন। পরবর্তী সরকার কিভাবে এবং কোন প্রেক্ষিতে সনদ বাস্তবায়ন করবে, তা আমাদের কাছে স্পষ্ট হতে হবে। এই বিষয় নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেব না।

নাহিদ ইসলাম জানিয়েছেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ স্বাক্ষরের আগে প্রকাশ করা প্রয়োজন। খসড়ার আদেশে এনসিপির একমত থাকা প্রয়োজন। তিনি বলেন, ড. ইউনূস, যিনি জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তিতে সরকার গঠন করেছেন, প্রেসিডেন্ট নয় বরং সরকারের পক্ষ থেকে আদেশ জারি করবেন। আমরা খসড়াটি আগে দেখতে চাই।

এনসিপির আহ্বায়ক আরও উল্লেখ করেছেন, জুলাই সনদে ৮৪টি সংস্কারের বিষয় একসাথে গণভোটে যাবে। নোট অব ডিসেন্টের আলাদা কার্যকারিতা থাকবে না। গণভোটের প্রশ্নও আগেই চূড়ান্ত করা প্রয়োজন এবং রাজনৈতিক দলগুলোকে তা দেখানো হবে।

তিনি বলেন, গণভোটে সনদের পক্ষে ভোট দিলে পরবর্তী সংসদকে সংবিধান সংস্কারের জন্য কনস্টিটিউট পাওয়ার অনুমোদন দেওয়া হবে। এ বিষয়ে সব পক্ষের মোটামুটি একমত আছে, তবে সংশোধনী বিষয়ে এখনো স্পষ্টতা আসেনি।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত