ঢাকা, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২
শেয়ারবাজার কি ধ্বংসের পথে? আর কত রক্তক্ষরণ?

মোবারক হোসেন
রিপোর্টার

মোবারক হোসেন: সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার (১৪ অক্টোবর) শেয়ারবাজারে রীতিমতো 'ধস' নেমেছে। ডিএসই-এর প্রধান সূচক ডিএসইএক্স এক দিনেই প্রায় ৮১ পয়েন্ট কমে গেছে। লেনদেন শেষে প্রধান সূচক ৫৬০০-এর নিচে নেমে আসায় বিনিয়োগকারীদের চোখে এখন গভীর হতাশা আর মুখে একটাই প্রশ্ন: শেয়ারবাজার কি সত্যিই ধ্বংস হয়ে যাবে? দীর্ঘ দেড় মাসেরও বেশি সময়ের বাজার তথ্যের দিকে তাকালে বিনিয়োগকারীদের এই ভয় ও উদ্বেগ কতটা বাস্তব, তা সহজেই অনুমেয়।
বাজারের এই করুণ চিত্র শুধু আজকের নয়। গত আগস্ট মাসের শেষ থেকে অক্টোবর মাস পর্যন্ত ডিএসই-এর সূচক, লেনদেনের পরিমাণ এবং মোট বাজার মূলধন পর্যালোচনা করলে দেখা যায়, বাজার ধারাবাহিকভাবে তার শক্তি হারাচ্ছে। গত ৭ সেপ্টেম্বর ডিএ সইর প্রধান সূচক হাজার ৫৩১ পয়েন্টে ছিল, তখন বিনিয়োগকারীদের মধ্যে যেটুকু আশা ছিল, তা এখন বিলীন হওয়ার পথে।
গত দেড় মাসে বাজারের এই পতন বিনিয়োগকারীদের স্বপ্নভঙ্গের এক হৃদয়বিদারক গল্প। শেয়ার কেনার সময় যে স্বপ্ন নিয়ে তারা পুঁজি বিনিয়োগ করেছিলেন, সেই পুঁজির এখন শুধু ক্ষয় দেখতে পাচ্ছেন। বাজারের এই ধারাবাহিক পতনে অনেকেই এখন মূলধন হারিয়ে দিশেহারা। সূচকের এই নিম্নগামীতা তাদের প্রতিরাতে নির্ঘুম করে তুলেছে। এক বিনিয়োগকারী আক্ষেপ করে বলেন, "ডিভিডেন্ডের আশা, সুন্দর ভবিষ্যতের স্বপ্ন—সব যেন এক ধাক্কায় ভেঙে গেল। আমরা সামান্য মানুষ, দিনের শেষে শুধু পুঁজির সুরক্ষা চেয়েছিলাম।"
আরেকজন প্রবীণ বিনিয়োগকারী দীর্ঘশ্বাস ফেলে বলেন, "সারা জীবনের সঞ্চয়টুকু শেষ বয়সে একটু নিশ্চিন্তে থাকার জন্য এখানে রেখেছিলাম। এখন মনে হচ্ছে, এই ভুল আর কেউ যেন না করে। কীভাবে সংসার চালাব, সেই চিন্তাই এখন বড়।"
একজন তরুণ বিনিয়োগকারী হতাশা প্রকাশ করে বলেন, "প্রতিদিন লোকসান দেখতে দেখতে বাজারের প্রতি সব বিশ্বাস হারিয়ে ফেলেছি। এই মুহূর্তে চাই, বাজারটা বন্ধ করে দেওয়া হোক, অন্তত আর কত রক্তক্ষরণ হবে, সেই হিসাবটা তো আর বাড়বে না!"
দেখা যায়, গত সেপ্টেম্বরের শুরুতে যখন সূচক ৬,২০০ পয়েন্টের উপরে ছিল, তখন দৈনিক গড় লেনদেন ১,৩০০ থেকে ১,৪০০ কোটি টাকা থাকত। কিন্তু অক্টোবরের এই ধসের দিনে লেনদেনের পরিমাণও কমে দাঁড়িয়েছে মাত্র ৬৬০.৬৪ কোটি টাকায়। লেনদেন এবং সূচক একসাথে কমে যাওয়ায় স্পষ্টতই বোঝা যাচ্ছে যে বিনিয়োগকারীরা এখন বাজার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন।
বাজারের এই গভীর ক্ষত নিয়েও আশাবাদী হওয়ার ক্ষীণ চেষ্টা করছেন কেউ কেউ। তারা বলছেন, বাজারের পতন সাময়িক এবং হয়তো এই সময়েই 'ভালো শেয়ার' কম দামে কেনার সুযোগ তৈরি হচ্ছে। তবে বেশিরভাগই বলছেন, বাজারের এমন লাগাতার পতনে এই ধরনের ইতিবাচক চিন্তা করা কঠিন হয়ে পড়ছে। তাদের কাছে এখন প্রতিটি নতুন দিন শুরু হয় এই প্রশ্ন নিয়ে: "আজ আবার কতটুকু পুঁজি হারাব?"
বিনিয়োগকারীদের আশঙ্কা এখন দেশের অর্থনীতিতে আস্থার প্রশ্ন তুলে ধরেছে। সরকার ও নিয়ন্ত্রক সংস্থাগুলোর দ্রুত পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন তারা। কারণ, তাদের সামান্য সঞ্চয়টুকুও যেন এই বাজারের ধসে পুরোপুরি বিলীন না হয়ে যায়। এই মুহূর্তে বিনিয়োগকারীদের চোখে শুধু জল আর প্রশ্ন: "শেয়ারবাজার কি আমাদের পথে বসিয়ে দেবে?"
নিয়ন্ত্রক সংস্থা এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর ভূমিকাতে বিনিয়োগকারীরা এখন চরম হতাশ। অভিযোগ উঠেছে, বাজার যখন রক্তক্ষরণ দেখছে, তখন ডিএসই ও নিয়ন্ত্রকরা কেবল 'বড় বড় কথা' আর আশ্বাসেই সীমাবদ্ধ থাকছেন। বাজারকে চাঙ্গা করতে বা নতুন বিনিয়োগকারী টানতে কোনো কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নেই। একজন বিনিয়োগকারী ক্ষোভের সঙ্গে মন্তব্য করেন, "তারা শুধু স্থিতিশীলতার কথা বলছেন, কিন্তু নতুন পুঁজি ছাড়া বাজার দাঁড়াবে কীভাবে? মুখের কথায় তো আর টাকা আসে না!"
বিশেষজ্ঞরা মনে করেন, এই মুহূর্তে বাজারে তারল্য ফিরিয়ে আনতে নিয়ন্ত্রক সংস্থাকে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নিতে হবে। নতুন ও মানসম্পন্ন কোম্পানিগুলোকে দ্রুত শেয়ারবাজারে তালিকাভুক্ত করা, প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সক্রিয়তা বাড়ানোর মতো পদক্ষেপগুলো সময়ের দাবি। বাজার সংশ্লিষ্টদের মতে, কেবল নিয়ম-নীতির কড়াকড়ি বা বড় বড় বক্তৃতা নয়, এখন প্রয়োজন সেই সব কৌশল, যা সাধারণ মানুষকে আবারও বিশ্বাস যোগাবে যে শেয়ারবাজারে বিনিয়োগ নিরাপদ ও লাভজনক।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আফগানিস্তান, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশে বনাম হংকং, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- আজ বাংলাদেশ বনাম হংকং ফুটবল ম্যাচ: কখন, কোথায় ও কিভাবে লাইভ দেখবেন
- বাংলাদেশে বনাম আফগানিস্তান,খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বিশ্বের সবচেয়ে দুর্বল শেয়ারবাজারের খেতাব পেল বাংলাদেশ!
- ৪০ বছরের ইতিহাসে ডিভিডেন্ডে নজির ভাঙল এপেক্স ট্যানারি
- ডিভিডেন্ড ঘোষণায় রেকর্ড ভাঙ্গল লঙ্কাবাংলা ফাইন্যান্স!
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজারে সাড়ে ৬ হাজার কোটি টাকার নতুন তদন্তে বিএসইসি
- বিনিয়োগকারীদের স্বস্তি ফেরাবে বিএসইসি’র নতুন নিয়ম
- একদিনে 'এ' ক্যাটাগরিতে ফিরল দুই কোম্পানি
- বাংলাদেশ বনাম আফগানিস্তান,ফ্রিতে দেখবেন যেভাবে
- সরকারের বড় পদক্ষেপ: বন্ধ হচ্ছে ৯ লিজিং কোম্পানি
- মার্জারের দুই ব্যাংকে ফেঁসে গেল প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও