ঢাকা, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২

শেয়ারবাজারে পতনের খলনায়ক ৭ কোম্পানি

হাসান মাহমুদ ফারাবী
হাসান মাহমুদ ফারাবী

রিপোর্টার

২০২৫ অক্টোবর ১৪ ১৭:৩৩:১০

শেয়ারবাজারে পতনের খলনায়ক ৭ কোম্পানি

হাসান মাহমুদ ফারাবী: ধারাবাহিক পতন কাটিয়ে আগের দিন উত্থানে ফিরেছিল শেয়ারবাজার। যে কারণে আজকের (১৪ সেপ্টেম্বর) বাজার ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা থাকলেও বাস্তবে তা হয়নি। যদিও দিনের শুরুটা ভালই ছিল। কিন্তু শেষ পর্যন্ত তা হতাশায় রূপ নিয়েছে। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স সাড়ে ৩০ পয়েন্ট কমে ৫ হাজার ১৯৭ পয়েন্টে দাঁড়িয়েছে। আর এই সূচক পতনের নেতৃত্বে খলনায়ক ছিল এই ৭ কোম্পানি। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি ৭টি হলো- স্কয়ার ফার্মা, ব্র্যাক ব্যাংক, ওয়ালটন হাইটেক, ইস্টার্ন ব্যাংক, বিএটিবিসি, খান ব্রাদার্স পিপি ওয়েভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ এবং আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক। আজ ডিএসইর সূচক থেকে প্রায় ১৫ পয়েন্ট কমিয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি পয়েন্ট কমিয়েছে স্কয়ার ফার্মা। আজ ডিএসইর সূচক থেকে কোম্পানিটি ৩ পয়েন্টের বেশি কমিয়েছে। এদিন কোম্পানিটির দর ১ টাকা ৯০ পয়সা বা ০.৮৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ২১০ টাকা ৪০ পয়সায়। আর শেয়ারটির দর ২১০ টাকা ২০ পয়সা থেকে ২১৩ টাকা ৭০ পয়সায় উঠানামা করেছে। দিনশেষে কোম্পানিটির ১৬ কোটি ৫৯ লাখ ৯৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।

দ্বিতীয় সর্বোচ্চ পয়েন্ট কমিয়েছে ব্র্যাক ব্যাংক। আজ ডিএসইর সূচক থেকে ব্যাংকটি ২ পয়েন্টের বেশি কমিয়েছে। এদিন ব্যাংকটির দর ৬০ পয়সা বা ০.৮৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬৮ টাকা ৪০ পয়সায়। আর শেয়ারটির দর ৬৮ টাকা ৩০ পয়সা থেকে ৬৯ টাকা ৩০ পয়সায় উঠানামা করেছে। দিনশেষে ব্যাংকটির ৬ কোটি ৯ লাখ ২৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।

তৃতীয় সর্বোচ্চ পয়েন্ট কমিয়েছে ওয়ালটন হাইটেক। আজ ডিএসইর সূচক থেকে কোম্পানিটি ২ পয়েন্টের বেশি কমিয়েছে। এদিন কোম্পানিটির দর ৪ টাকা ৮০ পয়সা বা ১.২১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩৯১ টাকায়। আর শেয়ারটির দর ৩৯০ টাকা থেকে ৩৯৯ টাকা ৭০ পয়সায় উঠানামা করেছে। দিনশেষে কোম্পানিটির ৭৪ লাখ ৮২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।

অন্য কোম্পানিগুলোর মধ্যে- ইস্টার্ন ব্যাংক প্রায় ২ পয়েন্ট, বিএটিবিসি, প্রায় ২ পয়েন্ট, খান ব্রাদার্স পিপি ওয়েভনে ব্যাগ ইন্ডাস্ট্রিজ প্রায় ২ পয়েন্ট এবং আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ১ পয়েন্ট কমিয়েছে।

এসএখান/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত