ঢাকা, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২

চাঙ্গা প্রবণতায় চলছে শেয়ারবাজারের লেনদেন

২০২৫ অক্টোবর ১৪ ১১:২৫:৫৮

চাঙ্গা প্রবণতায় চলছে শেয়ারবাজারের লেনদেন

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার লেনদেনের শুরু থেকেই শেয়ারবাজারে ইতিবাচক প্রবণতা বিরাজ করছে। এদিন সকাল ১১টায় ডিএসই-তে সূচক ৩৮ পয়েন্টের বেশি বৃদ্ধি পেয়ে লেনদেন চলছে। তবে লেনওদেনের ১২ মিনিটের মাথায় ডিএসইর সূচক ৫১ পয়েন্টের বেশি উঠেছিল।

সকাল ১১টায় ডিএসইতে মোট লেনদেন হয়েছে প্রায় ১৯৮ কোটি টাকা, যা বাজারে ক্রমবর্ধমান বিনিয়োগ আগ্রহের ইঙ্গিত দিচ্ছে। ২৯৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে, ৪১টির দাম কমেছে এবং ৪৪টির দাম অপরিবর্তিত রয়েছে।

সর্বোচ্চ মূল্য বৃদ্ধি পাওয়া শেয়ারের মধ্যে রয়েছে সোস্যাল ইসলামী ব্যাংক, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, আইসিবি ইসলামী ব্যাংক, ফার্স্ট ফাইন্যান্স, ন্যাশনাল ব্যাংক, এক্সিম ব্যাংক, প্রিমিয়ার লিজিং, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইন্টারন্যাশনাল লিজিং এবং ওরিয়ন ইনফিউশন। উল্লেখযোগ্য যে, বেশিরভাগ শেয়ার বিক্রেতা সংকটের কারণে সাময়িকভাবে হল্টেড অবস্থায় রয়েছে।

অন্যদিকে, কিছু শেয়ারের মধ্যে লক্ষণীয়ভাবে হ্রাস পেয়েছে, যেমন মেঘনা সিমেন্ট, বিডি ল্যাম্প, খান ব্রাদার্স পিপি ব্যাগ ইন্ডাষ্ট্রিজ, সিম টেক্স, ইস্টার্ন কেবলস, ঢাকা ডাইং, আইএসএন এবং এডিএন টেলিকম। তবে এই শেয়ারগুলোর বাজারে ক্রেতা সংকট হয়নি।

বাজার বিশেষজ্ঞরা মনে করছেন, সূচক বৃদ্ধি ও উল্লেখযোগ্য লেনদেন বিনিয়োগকারীদের আস্থা বাড়িয়েছে। উর্ধ্বমুখী প্রবণতা ভবিষ্যতে বাজারে আরও ক্রমবর্ধমান বিনিয়োগ এবং শেয়ার মূল্য উন্নতির ইঙ্গিত দিচ্ছে।

এএসএম/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত