ঢাকা, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২

উত্থানের আলোতে জ্বলে উঠল ৫ কোম্পানি

২০২৫ অক্টোবর ১৩ ১৮:১২:৪৫

উত্থানের আলোতে জ্বলে উঠল ৫ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক : ধারাবাহিক দরপতন কাটিয়ে উত্থানে ফিরেছে শেয়ারবাজার। এর আগে গত ৫ দিন ধরেই পতনের অন্ধকারে নিমজ্জিত ছিল উভয় বাজার এবং এই সময়ে ডিএসইর সূচক কমেছে প্রায় ২৪৫ পয়েন্ট। কিন্তু আজ সেই চিত্র পাল্টে গেছে। অবশেষে প্রধান শেয়ারবাজারের সূচক ২৫ পয়েন্টের বেশি বেড়ে উত্থানে ফিরেছে। একই সঙ্গে বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের দর। যার মধ্যে জ্বলজ্বল করেছে ৫ কোম্পানি। কারণ ওই ৫ কোম্পানির শেয়ারে বিনিয়োগকারীদের সর্বোচ্চ আগ্রহ ছিল। স্টকনাও সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি ৫টি হলো- পিপলস লিজিং, ইনটেক, মিডল্যান্ড ব্যাংক, ইসলামিক ফাইন্যান্স এবং বিআইএফসি। আজ এসব শেয়ারে বিনিয়োগকারীদের সর্বোচ্চ আগ্রহের কারণে বিক্রেতা সঙ্কট দেখা দেয়। তাই বিক্রেতা সঙ্কটে কোম্পানিগুলোর হল্টেড হয়ে যায়।

কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ দর বেড়েছে পিপলস লিজিংয়ের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ১০ পয়সা বা ১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ টাকা ১০ পয়সা। আর শেয়ারটির দর ১ টাকা থেকে ১ টাকা ১০ পয়সায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির ৯ লাখ ৫১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।

দ্বিতীয় সর্বোচ্চ দর বেড়েছে ইনটেকের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৮০ পয়সা বা ৯.৮৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩১ টাকা ২০ পয়সা। আর শেয়ারটির দর ২৮ টাকা ৮০ পয়সা থেকে ৩১ টাকা ২০ পয়সায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির ৪ কোটি ৪৫ লাখ ৩৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।

আরও পড়ুন-

১৩ অক্টোবর: এক নজরে শেয়ারবাজারের ১৯ খবর

তৃতীয় সর্বোচ্চ দর বেড়েছে মিডল্যান্ড ব্যাংক। আজ ডিএসইতে ব্যাংকটির শেয়ার দর ২ টাকা বা ৯.৮৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২২ টাকা ৩০ পয়সায়। দিনশেষে ব্যাংকটির ১৫ কোটি ৬১ লাখ ১৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।

অন্য দুই কোম্পানির মধ্যে- ইসলামিক ফাইন্যান্সের ৬০ পয়সা বা ৯.৬৮ শতাংশ এবং বিআইএফসির ২০ পয়সা বা ৬.৯০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে- ৬ টাকা ৮০ পয়সা বা ৩ টাকা ১০ পয়সায়।

এএসখান/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত