ঢাকা, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২
শিক্ষকদের আন্দোলনে সংহতি জানালো ডাকসু
নিজস্ব প্রতিবেদক: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া বৃদ্ধিসহ তিন দফা দাবির সঙ্গে সংহতি প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। এসময় ডাকসুর পক্ষ থেকে সরকারকে শিক্ষকদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানানো হয়।
সোমবার (১৩ অক্টোবর) রাত ৯টায় প্রতিনিধিরা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সেখানে অবস্থান নেওয়া বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের প্রতি সংহতি প্রকাশ করেন। এরপর তাঁরা বক্তব্য দেন।
সংহতি জানিয়ে ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্ব মিত্র চাকমা বলেন, প্রধান উপদেষ্টা ড. মো. ইউনুস নিজেই একজন শিক্ষক। তারপরও দেশে কিভাবে শিক্ষকদের লাঞ্চিত হতে হয়। শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। তাদের অধিকার নিশ্চিত করতে না পারলে জাতির ভবিষ্যত অন্ধকার।
তিনি বলেন, আমরা ডাকসুর পক্ষ থেকে এখানে কেবল চারজন আসিনি। বরং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চল্লিশ হাজার শিক্ষার্থীর পক্ষ থেকে শিক্ষকদের দাবীর প্রতি সংহতি জানাতে এসেছি। যতক্ষণ না শিক্ষকদের অধিকার আদায় না হবে, আমরা তাদের পাশে আছি।
ডাকসুর সমাজসেবা সম্পাদক জোবায়ের বিন নেছারী (এবি জোবায়ের) বলেন, শিক্ষকরা আমাদের মাথার তাজ। আমি নিজেও একজন শিক্ষকের সন্তান। আমি জানি শিক্ষকদের কি কষ্টের জীবনযাপন করতে হয়। এটা আমাদের জন্য লজ্জার যে কালপ্রিট পুলিশদের কাছে আমাদের শিক্ষকদের মার খেতে হয়।
ডাকসুর পরিবহন বিষয়ক সম্পাদক মো. আসিফ আব্দুল্লাহ বলেন, আমি নিজেও একজন শিক্ষক পরিবারের সন্তান। আমার মা-বাবা দুজনই শিক্ষক। আমরা ডাকসুর পক্ষ থেকে শিক্ষকদের এই আন্দোলনে পূর্ণ সংহতি জানাচ্ছি। আমরা আমাদের শিক্ষকদের রাজপথে দেখতে চাই না। আমরা ডাকসুর পক্ষ থেকে শিক্ষকদের ওপর পুলিশি হামলার তীব্র নিন্দা জানাচ্ছি।
ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে পুলিশ লীগের এমন আচরণ আমাদের ব্যথিত করে। প্রকাশ্য দিবালোকে পুলিশের হামলায় রাষ্ট্র থেকে কোনো বিবৃতি দেওয়া হয়নি। যারা এই হামলার সাথে জড়িত ছিল তাদেরকে অতিদ্রুত বিচারের মুখে আনতে হবে।
তিনি আরও বলেন, শিক্ষকদের সামান্য বেতন দেওয়া হয়। বাংলাদেশে এই শিক্ষাব্যবস্থা সবচেয়ে বেশি ভঙ্গুর অবস্থা। এখানে শিক্ষকদের অবস্থা খুবই শোচনীয়। সকল শিক্ষকদের বেতন আন্তর্জাতিক মানে স্টাবলিশ করতে হবে। আজকে ডাকসুর পক্ষ থেকে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪০ হাজার শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা শিক্ষকদের দাবি আদায়ের জন্য জানিয়ে গেলাম।
এসময় সংহতি জানিয়ে আরও বক্তব্য দেন ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ, শামসুন নাহার হল সংসদের ভিপি কুররাতুন আইন কানিজ, স্যার সলিমুল্লাহ মুসলিম হল সংসদের জিএস সাদমান আব্দুল্লাহ প্রমুখ।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20: খেলাটি সরাসরি(LIVE) দেখুন এখানে
- চলছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ২য় টেস্ট: খেলাটি সরাসরি দেখুন এখানে
- শীতকালীন ছুটি বহাল থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: টি-২০ ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় টি-টোয়েন্টি: কবে, কোথায়, কখন-দেখুন সময়সূচি
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড টি-২০ ম্যাচ: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20-সরাসরি দেখার উপায়
- শুক্রবার গ্যাসের চাপ কম থাকবে যেসব এলাকায়
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ব্যাটিংয়ে আয়ারল্যান্ড, দেখুন স্কোর-LIVE
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া: দ্বিতীয়ার্ধের খেলা শুরু-দেখুন ফলাফল-LIVE
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া: ফুটবল ম্যাচটি সরাসরি দেখুন(LIVE)
- ব্রাজিল বনাম পর্তুগাল: খেলাটি সরাসরি দেখুন এখানে(LIVE)
- আজ বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড T20 ম্যাচ: যেভাবে দেখবেন সরাসরি(LIVE)
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ব্যাটিংয়ে টাইগাররা-সামনে চ্যালেঞ্জিং স্কোর-LIVE
- মৃ'ত্যুর আগে ফেসবুক স্ট্যাটাসে যা লেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী