ঢাকা, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২
শিক্ষকদের আন্দোলনে সংহতি জানালো ডাকসু
.jpg)
নিজস্ব প্রতিবেদক: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া বৃদ্ধিসহ তিন দফা দাবির সঙ্গে সংহতি প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। এসময় ডাকসুর পক্ষ থেকে সরকারকে শিক্ষকদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানানো হয়।
সোমবার (১৩ অক্টোবর) রাত ৯টায় প্রতিনিধিরা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সেখানে অবস্থান নেওয়া বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের প্রতি সংহতি প্রকাশ করেন। এরপর তাঁরা বক্তব্য দেন।
সংহতি জানিয়ে ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্ব মিত্র চাকমা বলেন, প্রধান উপদেষ্টা ড. মো. ইউনুস নিজেই একজন শিক্ষক। তারপরও দেশে কিভাবে শিক্ষকদের লাঞ্চিত হতে হয়। শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। তাদের অধিকার নিশ্চিত করতে না পারলে জাতির ভবিষ্যত অন্ধকার।
তিনি বলেন, আমরা ডাকসুর পক্ষ থেকে এখানে কেবল চারজন আসিনি। বরং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চল্লিশ হাজার শিক্ষার্থীর পক্ষ থেকে শিক্ষকদের দাবীর প্রতি সংহতি জানাতে এসেছি। যতক্ষণ না শিক্ষকদের অধিকার আদায় না হবে, আমরা তাদের পাশে আছি।
ডাকসুর সমাজসেবা সম্পাদক জোবায়ের বিন নেছারী (এবি জোবায়ের) বলেন, শিক্ষকরা আমাদের মাথার তাজ। আমি নিজেও একজন শিক্ষকের সন্তান। আমি জানি শিক্ষকদের কি কষ্টের জীবনযাপন করতে হয়। এটা আমাদের জন্য লজ্জার যে কালপ্রিট পুলিশদের কাছে আমাদের শিক্ষকদের মার খেতে হয়।
ডাকসুর পরিবহন বিষয়ক সম্পাদক মো. আসিফ আব্দুল্লাহ বলেন, আমি নিজেও একজন শিক্ষক পরিবারের সন্তান। আমার মা-বাবা দুজনই শিক্ষক। আমরা ডাকসুর পক্ষ থেকে শিক্ষকদের এই আন্দোলনে পূর্ণ সংহতি জানাচ্ছি। আমরা আমাদের শিক্ষকদের রাজপথে দেখতে চাই না। আমরা ডাকসুর পক্ষ থেকে শিক্ষকদের ওপর পুলিশি হামলার তীব্র নিন্দা জানাচ্ছি।
ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে পুলিশ লীগের এমন আচরণ আমাদের ব্যথিত করে। প্রকাশ্য দিবালোকে পুলিশের হামলায় রাষ্ট্র থেকে কোনো বিবৃতি দেওয়া হয়নি। যারা এই হামলার সাথে জড়িত ছিল তাদেরকে অতিদ্রুত বিচারের মুখে আনতে হবে।
তিনি আরও বলেন, শিক্ষকদের সামান্য বেতন দেওয়া হয়। বাংলাদেশে এই শিক্ষাব্যবস্থা সবচেয়ে বেশি ভঙ্গুর অবস্থা। এখানে শিক্ষকদের অবস্থা খুবই শোচনীয়। সকল শিক্ষকদের বেতন আন্তর্জাতিক মানে স্টাবলিশ করতে হবে। আজকে ডাকসুর পক্ষ থেকে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪০ হাজার শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা শিক্ষকদের দাবি আদায়ের জন্য জানিয়ে গেলাম।
এসময় সংহতি জানিয়ে আরও বক্তব্য দেন ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ, শামসুন নাহার হল সংসদের ভিপি কুররাতুন আইন কানিজ, স্যার সলিমুল্লাহ মুসলিম হল সংসদের জিএস সাদমান আব্দুল্লাহ প্রমুখ।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আফগানিস্তান, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশে বনাম হংকং, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- আজ বাংলাদেশ বনাম হংকং ফুটবল ম্যাচ: কখন, কোথায় ও কিভাবে লাইভ দেখবেন
- বাংলাদেশে বনাম আফগানিস্তান,খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজারে শৃঙ্খলা ফেরাতে বিএসইসি চেয়ারম্যানের যুগান্তকারী ঘোষণা
- বাংলাদেশ বনাম ইংল্যান্ড, সরাসরি দেখবেন যেভাবে
- বিশ্বের সবচেয়ে দুর্বল শেয়ারবাজারের খেতাব পেল বাংলাদেশ!
- ঢাবি শিক্ষার্থীদের বৃত্তি দেবে জাপান, আবেদন করবেন যেভাবে
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজারে সাড়ে ৬ হাজার কোটি টাকার নতুন তদন্তে বিএসইসি
- শেয়ারবাজারের কোম্পানিতে কারসাজির গন্ধ! তদন্তে নেমেছে বিএসইসি
- উৎপাদন বন্ধ চার কোম্পানির শেয়ার নিয়ে সতর্কতা জারি
- বিনিয়োগকারীদের সুরক্ষায় বিএসইসির বড় পদক্ষেপ, আসছে নতুন নিয়ম
- বিনিয়োগকারীদের স্বস্তি ফেরাবে বিএসইসি’র নতুন নিয়ম
- বাংলাদেশ বনাম আফগানিস্তান,ফ্রিতে দেখবেন যেভাবে