ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ০ মাঘ ১৪৩২
নির্বাচনে আনসারের 'ভিন্ন' ও 'পেশাদার' দায়িত্ব পালনের অঙ্গীকার
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা অন্য যেকোনো সময়ের তুলনায় ভিন্ন ও অধিক পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবেন। আনসার ও ভিডিপি সদরদপ্তরে নির্বাচন প্রস্তুতি ও বাজেট নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এমনটাই জানিয়েছেন বাহিনীর উপমহাপরিচালক (প্রশাসন) কর্নেল মো. ফয়সাল আহাম্মদ ভূঁইয়া।
তিনি আশ্বস্ত করেন যে, নির্বাচনে শতভাগ প্রশিক্ষিত আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হবে, যাদের উল্লেখযোগ্য অংশ হবেন নবীন প্রজন্ম থেকে আসা। এই সদস্যরা কোনো ব্যক্তি, গোষ্ঠী বা স্বার্থান্বেষী মহলের প্রভাবমুক্ত থেকে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবেন।
কর্নেল ফয়সাল আহাম্মদ ভূঁইয়া আরও জানান, রাষ্ট্রের অর্থনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে যৌক্তিকতার ভিত্তিতে নির্বাচনী বাজেট প্রণয়ন করা হয়েছে। কিছু সংবাদমাধ্যমে বাজেট নিয়ে ভিন্ন প্রচারকে বাহিনী ইতিবাচকভাবে নিয়েছে বলে তিনি উল্লেখ করেন।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিটি ভোটকেন্দ্রে অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার পাশাপাশি ১২ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন থাকবেন। এছাড়া প্রিসাইডিং অফিসারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে একজন অস্ত্রধারী আনসার সদস্যও নিয়োজিত থাকবেন। এর ফলে সম্ভাব্য প্রায় ৪৫ হাজার ভোটকেন্দ্রের প্রতিটিতে ১৩ জন করে সদস্য মোতায়েনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে ব্যাটালিয়ন আনসার সদস্যরাও প্রস্তুত থাকবেন।
এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপমহাপরিচালক (অপারেশন্স) সাইফুল্লাহ রাসেল, পরিচালক (অপারেশন্স) মুহাম্মদ নূরে আলম সিদ্দিকী, পরিচালক (প্রশাসন-কিউ) আশরাফুল ইসলাম, পরিচালক (সিএইচটি-অপস্) জাহিদ হোসেন এবং উপপরিচালক মো. আশিকউজ্জামান সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা ক্যাপিটালস বনাম সিলেট টাইটান্স: বোলিংয়ে ঢাকা-দেখুন সরাসরি (LIVE)
- নোয়াখালী এক্সপ্রেস বনাম রংপুর রাইডার্স: ম্যাচটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা বনাম রাজশাহী: ২৩ বল হাতে রেখেই জয়-দেখুন ফলাফল
- নোয়াখালী বনাম রাজশাহী: জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম ঢাকা ক্যাপিটালসের খেলা-সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা ক্যাপিটালস-সিলেট টাইটান্সের জমজমাট খেলা শেষ-দেখুন ফলাফল
- চিকিৎসা জগতের আলোকবর্তিকা ডা. কোহিনূর আহমেদ আর নেই
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম চট্টগ্রাম রয়্যালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- সিলেট টাইটানস বনাম রংপুর রাইডার্স- খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজার স্থিতিশীলতায় বড় পদক্ষেপ নিল বিএসইসি
- ডিভিডেন্ড পেতে হলে নজর রাখুন ২ কোম্পানির রেকর্ড ডেটে
- বিনিয়োগকারীদের ধরে রাখার কৌশলে সবুজে সপ্তাহ শেষ
- নির্বাচনের পর বাজার আরও স্থিতিশীল হবে বলে আশা সংশ্লিষ্টদের
- মিশ্র সূচকের মধ্যেও বাজারে আশাবাদ অব্যাহত
- মিরাকল ইন্ডাস্ট্রিজের লোকসানের পাল্লা আরও ভারী হলো