ঢাকা, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২
জলবায়ু তহবিল নয়, ঋণের ফাঁদে বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের জনগণ বৈশ্বিক উষ্ণায়নের দায়ভার না নিয়েও জলবায়ু ঋণের ভারে জর্জরিত প্রতি নাগরিকের ঘাড়ে এখন প্রায় ৮০ ডলার জলবায়ু ঋণ। এটি স্বল্পোন্নত দেশগুলোর গড় ঋণের তুলনায় তিন গুণেরও বেশি।
সোমবার (১৩ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনায় এ তথ্য প্রকাশ করে বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরাম ও চেঞ্জ ইনিশিয়েটিভ।
সভায় জানানো হয়, চেঞ্জ ইনিশিয়েটিভ বিশ্বের ৫৫টি স্বল্পোন্নত দেশের জন্য একটি নতুন জলবায়ু ঝুঁকি ঋণ সূচক তৈরি করেছে। এই সূচকের মাধ্যমে দেশগুলো বৈশ্বিক জলবায়ু আলোচনায় নিজেদের ঋণ-ঝুঁকি ও আর্থিক চাপের বাস্তব চিত্র তুলে ধরতে পারবে। বিশেষজ্ঞদের মতে, এ সূচক উন্নত ও উন্নয়নশীল দেশের মধ্যে জলবায়ু ন্যায়বিচার নিয়ে আলোচনায় বড় ভূমিকা রাখবে।
চেঞ্জ ইনিশিয়েটিভের ব্যবস্থাপনা পরিচালক জাকির হোসেন খান বলেন, বৈশ্বিক উষ্ণায়নের জন্য স্বল্পোন্নত দেশগুলোর দায় মাত্র ৩ দশমিক ৩ শতাংশ হলেও, ক্ষতির ৭০ শতাংশই তাদের ওপর পড়ছে। জলবায়ু তহবিল থেকে যে অর্থ আসে, তার ৯৫ শতাংশই ঋণ, মাত্র ৫ শতাংশ অনুদান, বলেন তিনি। অর্থাৎ, যারা সমস্যার কারণ নয়, তারাই ঋণ নিয়ে সেই সমস্যা মোকাবিলার চেষ্টা করছে এটাই সবচেয়ে বড় অন্যায়।
তিনি আরও জানান, প্রাকৃতিক দুর্যোগে বাংলাদেশ প্রতি বছর প্রায় ৭ বিলিয়ন ডলার অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। অন্যদিকে, বায়ু দূষণের কারণে দেশের মানুষের গড় আয়ু কমছে প্রায় ৭ বছর। এখন সময় এসেছে জলবায়ু আলোচনায় প্রাকৃতিক সুরক্ষা ও টেকসই অস্তিত্বের বিষয়টি সামনে আনার, বলেন জাকির হোসেন।
তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশসহ ঝুঁকিপূর্ণ দেশগুলোর জলবায়ু ঋণ অবিলম্বে মওকুফ করতে হবে। একই সঙ্গে বিশ্বব্যাংক ও অন্যান্য বহুপাক্ষিক প্রতিষ্ঠানকে একটি আর্থিক সংহতি তহবিল (Financial Solidarity Fund) গঠন করতে হবে। দূষণকারী প্রতিষ্ঠান ও দেশগুলোর ওপর কার্বন কর আরোপের আহ্বান জানিয়ে তিনি বলেন, জলবায়ু তহবিলের নতুন উৎস খুঁজে না পেলে টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করা অসম্ভব হয়ে পড়বে।
বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য এখন প্রয়োজন শুধু অর্থ নয়, বরং একটি বৈশ্বিক ন্যায্যতা ভিত্তিক জলবায়ু অর্থনৈতিক কাঠামো। জলবায়ু সংকটের দায়ভার ভাগাভাগি না করলে, উন্নত দেশগুলোর টেকসই প্রতিশ্রুতি কাগজেই সীমাবদ্ধ থাকবে এমন সতর্কবার্তাও দেন তারা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20: খেলাটি সরাসরি(LIVE) দেখুন এখানে
- চলছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ২য় টেস্ট: খেলাটি সরাসরি দেখুন এখানে
- শীতকালীন ছুটি বহাল থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: টি-২০ ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় টি-টোয়েন্টি: কবে, কোথায়, কখন-দেখুন সময়সূচি
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড টি-২০ ম্যাচ: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20-সরাসরি দেখার উপায়
- শুক্রবার গ্যাসের চাপ কম থাকবে যেসব এলাকায়
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ব্যাটিংয়ে আয়ারল্যান্ড, দেখুন স্কোর-LIVE
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া: দ্বিতীয়ার্ধের খেলা শুরু-দেখুন ফলাফল-LIVE
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া: ফুটবল ম্যাচটি সরাসরি দেখুন(LIVE)
- আজ বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড T20 ম্যাচ: যেভাবে দেখবেন সরাসরি(LIVE)
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ব্যাটিংয়ে টাইগাররা-সামনে চ্যালেঞ্জিং স্কোর-LIVE
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ১ম টি-২০ ম্যাচটি সরাসরি দেখুন এখানে(LIVE)
- পাকিস্তান বনাম শ্রীলঙ্কা ত্রিদেশীয় টি-২০: সরাসরি দেখবেন যেভাবে