ঢাকা, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২

শিল্প আমদানিকারকদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা দিল বাংলাদেশ ব্যাংক

২০২৫ অক্টোবর ১৩ ২১:১৮:২৩

শিল্প আমদানিকারকদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা দিল বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: শিল্প আমদানিকারকদের জন্য একটি গুরুত্বপূর্ণ নতুন সুবিধা ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো কোনো এক্সপোজার বা ক্রেডিট লাইন ছাড়াই ইউনিফর্ম রুলস ফর কালেকশনস (ইউআরসি) অনুযায়ী ডকুমেন্টারি কালেকশন সেবা দিতে পারবে। এই উদ্যোগের ফলে আন্তর্জাতিক বাণিজ্যের প্রক্রিয়া আরও সহজ ও ঝুঁকিমুক্ত হবে।

ইউআরসি হলো আন্তর্জাতিক চেম্বার অব কমার্স (আইসিসি) প্রণীত একটি আন্তর্জাতিক নীতিমালা, যা আন্তর্জাতিক বাণিজ্যে ক্রেতা, বিক্রেতা ও ব্যাংকের মধ্যে অর্থ আদান-প্রদানের প্রক্রিয়াকে সহজ ও নিরাপদ করতে সহায়তা করে। এর মাধ্যমে পেমেন্ট ডকুমেন্টেশন এবং অর্থ আদায়ের অঙ্গীকার সংক্রান্ত ঝুঁকি কমে আসে।

সোমবার (১৩ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়, যা দেশের সব অনুমোদিত ডিলার ব্যাংকের প্রধান কার্যালয় ও প্রিন্সিপাল অফিসে পাঠানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিদ্যমান আমদানি নীতি আদেশ অনুযায়ী, শিল্প আমদানিকারকরা মূল্যসীমা নির্বিশেষে কাঁচামাল, মূলধনী যন্ত্রপাতি এবং ফায়ার ডোর ক্রয়-বিক্রয় চুক্তির মাধ্যমে আমদানি করতে পারবেন। তবে বাণিজ্যিক আমদানি অবশ্যই নির্ধারিত মূল্যসীমার মধ্যে সীমাবদ্ধ থাকবে।

কেন্দ্রীয় ব্যাংক আরও জানায়, প্রচলিত লেটার অব ক্রেডিট (এলসি) ব্যবস্থায় ব্যাংকগুলো আমদানিকারকের ওপর এক্সপোজার নিত। কিন্তু নতুন নির্দেশনা অনুযায়ী, ক্রয়-বিক্রয় চুক্তিনির্ভর আমদানিতে ব্যাংকগুলো এক্সপোজার না নিয়ে কেবল ডকুমেন্টারি কালেকশন প্রক্রিয়া সম্পন্ন করবে। এছাড়া, বিলম্বিত মূল্য পরিশোধের সুবিধা আগের মতোই কার্যকর থাকবে।

বাংলাদেশ ব্যাংক এই উদ্যোগকে বৈদেশিক মুদ্রা লেনদেন ব্যবস্থাকে আরও সহজ, ঝুঁকিমুক্ত এবং শিল্প খাতের তারল্য বাড়ানোর লক্ষ্যেই নেওয়া হয়েছে বলে উল্লেখ করেছে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত