ঢাকা, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২
শিল্প আমদানিকারকদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা দিল বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: শিল্প আমদানিকারকদের জন্য একটি গুরুত্বপূর্ণ নতুন সুবিধা ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো কোনো এক্সপোজার বা ক্রেডিট লাইন ছাড়াই ইউনিফর্ম রুলস ফর কালেকশনস (ইউআরসি) অনুযায়ী ডকুমেন্টারি কালেকশন সেবা দিতে পারবে। এই উদ্যোগের ফলে আন্তর্জাতিক বাণিজ্যের প্রক্রিয়া আরও সহজ ও ঝুঁকিমুক্ত হবে।
ইউআরসি হলো আন্তর্জাতিক চেম্বার অব কমার্স (আইসিসি) প্রণীত একটি আন্তর্জাতিক নীতিমালা, যা আন্তর্জাতিক বাণিজ্যে ক্রেতা, বিক্রেতা ও ব্যাংকের মধ্যে অর্থ আদান-প্রদানের প্রক্রিয়াকে সহজ ও নিরাপদ করতে সহায়তা করে। এর মাধ্যমে পেমেন্ট ডকুমেন্টেশন এবং অর্থ আদায়ের অঙ্গীকার সংক্রান্ত ঝুঁকি কমে আসে।
সোমবার (১৩ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়, যা দেশের সব অনুমোদিত ডিলার ব্যাংকের প্রধান কার্যালয় ও প্রিন্সিপাল অফিসে পাঠানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিদ্যমান আমদানি নীতি আদেশ অনুযায়ী, শিল্প আমদানিকারকরা মূল্যসীমা নির্বিশেষে কাঁচামাল, মূলধনী যন্ত্রপাতি এবং ফায়ার ডোর ক্রয়-বিক্রয় চুক্তির মাধ্যমে আমদানি করতে পারবেন। তবে বাণিজ্যিক আমদানি অবশ্যই নির্ধারিত মূল্যসীমার মধ্যে সীমাবদ্ধ থাকবে।
কেন্দ্রীয় ব্যাংক আরও জানায়, প্রচলিত লেটার অব ক্রেডিট (এলসি) ব্যবস্থায় ব্যাংকগুলো আমদানিকারকের ওপর এক্সপোজার নিত। কিন্তু নতুন নির্দেশনা অনুযায়ী, ক্রয়-বিক্রয় চুক্তিনির্ভর আমদানিতে ব্যাংকগুলো এক্সপোজার না নিয়ে কেবল ডকুমেন্টারি কালেকশন প্রক্রিয়া সম্পন্ন করবে। এছাড়া, বিলম্বিত মূল্য পরিশোধের সুবিধা আগের মতোই কার্যকর থাকবে।
বাংলাদেশ ব্যাংক এই উদ্যোগকে বৈদেশিক মুদ্রা লেনদেন ব্যবস্থাকে আরও সহজ, ঝুঁকিমুক্ত এবং শিল্প খাতের তারল্য বাড়ানোর লক্ষ্যেই নেওয়া হয়েছে বলে উল্লেখ করেছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আফগানিস্তান, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশে বনাম হংকং, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- আজ বাংলাদেশ বনাম হংকং ফুটবল ম্যাচ: কখন, কোথায় ও কিভাবে লাইভ দেখবেন
- বাংলাদেশে বনাম আফগানিস্তান,খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজারে শৃঙ্খলা ফেরাতে বিএসইসি চেয়ারম্যানের যুগান্তকারী ঘোষণা
- বাংলাদেশ বনাম ইংল্যান্ড, সরাসরি দেখবেন যেভাবে
- বিশ্বের সবচেয়ে দুর্বল শেয়ারবাজারের খেতাব পেল বাংলাদেশ!
- ঢাবি শিক্ষার্থীদের বৃত্তি দেবে জাপান, আবেদন করবেন যেভাবে
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজারের কোম্পানিতে কারসাজির গন্ধ! তদন্তে নেমেছে বিএসইসি
- শেয়ারবাজারে সাড়ে ৬ হাজার কোটি টাকার নতুন তদন্তে বিএসইসি
- উৎপাদন বন্ধ চার কোম্পানির শেয়ার নিয়ে সতর্কতা জারি
- বিনিয়োগকারীদের সুরক্ষায় বিএসইসির বড় পদক্ষেপ, আসছে নতুন নিয়ম
- বিনিয়োগকারীদের স্বস্তি ফেরাবে বিএসইসি’র নতুন নিয়ম
- বাংলাদেশ বনাম আফগানিস্তান,ফ্রিতে দেখবেন যেভাবে