ঢাকা, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২

ভোটারদের হৃদয়ে কারা শীর্ষে? জরিপে মিলল চমক

২০২৫ অক্টোবর ১৩ ১৯:২২:৪৮

ভোটারদের হৃদয়ে কারা শীর্ষে? জরিপে মিলল চমক

নিজস্ব প্রতিবেদক : সারা দেশের ভোটারদের মতামত বিশ্লেষণ করে প্রকাশিত এক সাম্প্রতিক জরিপে দেখা গেছে, দেশের ছয়টি বিভাগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভোটারদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে। রংপুর বিভাগে এগিয়ে রয়েছে জামায়াতে ইসলামী এবং বরিশালে এগিয়ে আছে দীর্ঘদিন ধরে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ।

এই তথ্য উঠে এসেছে ইনোভিশন কনসালটিং পরিচালিত ‘পিপলস ইলেকশন পালস সার্ভে, দ্বিতীয় পর্ব–তৃতীয় খণ্ড’ প্রতিবেদনে, যা প্রকাশ করা হয় সোমবার (১৩ অক্টোবর) রাজধানীর কারওয়ানবাজারে বিডিবিএল ভবনে অনুষ্ঠিত এক গোলটেবিল আলোচনায়। 'ভোটারদের সিদ্ধান্তে সামাজিক প্রেক্ষাপট ও ভিন্নতার প্রভাব' শীর্ষক আলোচনায় গবেষণা ফল তুলে ধরেন ইনোভিশনের ব্যবস্থাপনা পরিচালক রুবাইয়াত সারওয়ার।

জরিপ অনুযায়ী, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, খুলনা, ঢাকা ও চট্টগ্রাম বিভাগে বিএনপি উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে রয়েছে। ময়মনসিংহে বিএনপির জনপ্রিয়তা ৪৫.৭ শতাংশ, সিলেটে ৪৪.৭ শতাংশ, রাজশাহীতে ৪৪.৪ শতাংশ, খুলনায় ৪৩.৩ শতাংশ, ঢাকায় ৪০.৮ শতাংশ এবং চট্টগ্রামে ৪১.৯ শতাংশ। এসব বিভাগে জামায়াত ইসলামীর অবস্থান দ্বিতীয় ও আওয়ামী লীগ তৃতীয়।

অন্যদিকে, রংপুরে ৪৩.৪ শতাংশ ভোটারের সমর্থন নিয়ে জামায়াতে ইসলামী এগিয়ে আছে। সেখানে বিএনপির অবস্থান দ্বিতীয় (৩৬.৭ শতাংশ) এবং আওয়ামী লীগ পেয়েছে মাত্র ১২.৫ শতাংশ ভোটার সমর্থন। বরিশালে আওয়ামী লীগ ৩১.৯ শতাংশ নিয়ে শীর্ষে, জামায়াত ২৯.১ শতাংশ এবং বিএনপি ২৮.৭ শতাংশ ভোটার সমর্থন পেয়েছে।

সার্বিকভাবে ভোটার সমর্থনে বিএনপি প্রথম, জামায়াতে ইসলামী দ্বিতীয়, আওয়ামী লীগ তৃতীয় এবং নবীন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চতুর্থ অবস্থানে রয়েছে বলে জরিপে উল্লেখ করা হয়।

জরিপটি পরিচালিত হয় দেশের ৬৪ জেলার ১০,৪১৩ জন নাগরিকের মধ্যে। এর মধ্যে ৬৯.৫ শতাংশ গ্রামীণ ও ৩০.৫ শতাংশ শহুরে বাসিন্দা। অংশগ্রহণকারীদের মধ্যে পুরুষ ৫৪.২ শতাংশ, নারী ৪৫.৪ শতাংশ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ০.৪ শতাংশ। বয়সভিত্তিক শ্রেণিবিন্যাসে দেখা যায়, জেনারেশন জি (১৮-২৮ বছর) ৩৭.৬ শতাংশ, মিলেনিয়াল (২৯-৪৪ বছর) ৩৩.৪ শতাংশ, জেন এক্স (৪৫-৬০ বছর) ১৯.৮ শতাংশ এবং ৬০ বছরের ঊর্ধ্বে ভোটার মাত্র ১.৩ শতাংশ।

বিভাগভিত্তিক নমুনা বিশ্লেষণে দেখা যায়, ঢাকা বিভাগে ২৫.৬ শতাংশ, চট্টগ্রামে ২০ শতাংশ, রাজশাহীতে ১৫ শতাংশ, খুলনায় ১১.২ শতাংশ, রংপুরে ১১ শতাংশ, ময়মনসিংহে ৯.৫ শতাংশ, বরিশালে ৬.২ শতাংশ এবং সিলেটে ৫.৩ শতাংশ অংশগ্রহণ রয়েছে।

এই জরিপের দ্বিতীয় পর্বের তথ্য সংগ্রহ করা হয় ২ থেকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে। প্রথম খণ্ডে ছিল নির্বাচনী সময়কাল, পরিবেশ ও অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে জনমত; দ্বিতীয় খণ্ডে বিশ্লেষণ করা হয় দলীয় পছন্দ, ভোটের সিদ্ধান্ত, বিদেশনীতি ও ভবিষ্যৎ সরকারের প্রতি জনগণের প্রত্যাশা। জরিপ পরিচালনায় ইনোভিশনের সঙ্গে সহায়তা করেছে গবেষণা প্রতিষ্ঠান ব্রেইন এবং সুশীল সমাজভিত্তিক প্ল্যাটফর্ম ভয়েস ফর রিফর্ম।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত