ঢাকা, রবিবার, ১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২

বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশের সময় ৫৩ সশস্ত্র সদস্য আটক

২০২৬ জানুয়ারি ১১ ১৮:৫২:৪৪

বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশের সময় ৫৩ সশস্ত্র সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক: মিয়ানমারের রাখাইন প্রদেশে চলমান সশস্ত্র সংঘর্ষের প্রভাবে বাংলাদেশের সীমান্ত এলাকায় উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্ত এলাকায় মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক শিশু গুলিবিদ্ধ হয়েছেন। আহত শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রোববার (১১ জানুয়ারি) হোয়াইক্যং সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় ৫৩ জন মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীর সদস্যকে আটক করেছে। বিজিবি জানায়, তারা মিয়ানমারের রাখাইন প্রদেশের সংঘর্ষ থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিল। আটককৃতদের পরে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গুলিতে আহত শিশুটি এখনও সচেতন থাকলেও তার অবস্থা গুরুতর। এজন্য তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাখাইনে আরাকান আর্মি, আরসা, আরএসও ও নবী হোসেন গ্রুপের মধ্যে তীব্র গোলাগুলি চলছে। এই সংঘর্ষের প্রভাব সরাসরি বাংলাদেশের সীমান্ত এলাকায় পড়েছে, ফলে হোয়াইক্যং সীমান্তের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

বিজিবি জানিয়েছে, আটককৃত ৫৩ জনের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশ সীমান্তে এ ধরনের ঘটনা স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত