ঢাকা, রবিবার, ১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২

স্বেচ্ছাসেবক দলের নেতা হত্যায় ৪ জনের স্বীকারোক্তি

২০২৬ জানুয়ারি ১১ ১৮:৪২:৪৯

স্বেচ্ছাসেবক দলের নেতা হত্যায় ৪ জনের স্বীকারোক্তি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কারওয়ান বাজারে স্বেচ্ছাসেবক দলের নেতা মুসাব্বির হত্যার ঘটনায় চারজন গ্রেফতার হয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) বলেছে, ঘটনার সঙ্গে আন্ডারওয়ার্ল্ডের কোনো সম্পর্ক নেই।

ডিবি প্রধান শফিকুল ইসলাম রোববার বিকেলে মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানান, গ্রেফতারকৃতদের মধ্যে দুইজন ভাই রয়েছেন। তাদের ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে।

ঘটনায় গ্রেফতার করা হয়েছে বিল্লাল, জিনাত, কাদির ও রিয়াজকে। ঢাকা, মানিকগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, ভৈরব ও কিশোরগঞ্জসহ অন্যান্য এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

ডিবি প্রধান বলেন, এই হত্যাকাণ্ডের মূল সমন্বয়কারী মোহাম্মদ বিল্লাল হোসেন। তার পিতা শহিদুল্লাহ। এছাড়া শহিদুল্লাহর ভাই আব্দুল কাদিরকে গ্রেফতার করা হয়েছে, যিনি আসামিদের পলায়নে সহযোগিতা করেছিলেন। অপরদিকে জিনাতকে গ্রেফতার করা হয়েছে, যিনি ঘটনায় সরাসরি অংশ নিয়েছে। মোবাইল পরিবর্তন ও রেকি করার কাজে মোহাম্মদ রিয়াজকে আটক করা হয়েছে।

গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে, যা হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছিল। এছাড়া ৬ হাজার টাকা নগদও জব্দ করা হয়েছে। তবে এখনো অস্ত্রগুলো উদ্ধার করা যায়নি।

শফিকুল ইসলাম আরও জানান, গ্রেফতার ব্যক্তিরা মহাখালী এলাকায় বাস করে এবং বাজারকেন্দ্রিক ব্যবসায়ীদের সঙ্গে তাদের সম্পর্ক রয়েছে। এছাড়া রাজনৈতিক কর্মীদের সঙ্গেও তাদের ওঠাবসা রয়েছে।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত